ইউরোপ ছেড়ে সৌদির ক্লাব আল-নাসরে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো-এটা পুরনো খবর। নতুন খবর হচ্ছে, ক্লাবের হয়ে অভিষেক ম্যাচ খেলেছেন রোনালদো। তবে সৌদির ক্লাবের অভিষেক ম্যাচ গোল পেয়ে রাঙাতে পারেননি এই পর্তুগিজ।
আল ইত্তিফাকের বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছিল রোনালদোর ক্লাব। গোল না পেলেও অভিষেক ম্যাচে দুর্দান্ত খেলেছেন রোনালদো। আল ইত্তিফাকের বিপক্ষে তার দল জিতেছে ১-০ গোলের ব্যবধানে।
ম্যাচের প্রথমার্ধেই একমাত্র গোল আসে। ব্রাজিলিয়ান অ্যান্ডারসন তালিসকার দারুণ এক হেডে জয় নিশ্চিত করে আল নাসর। এই জয়ে রিয়াদ তাদের নগর প্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে এক পয়েন্ট এগিয়ে শীর্ষে উঠে গেছে।
আল নাসর অভিষেক ম্যাচেই নেতৃত্বের আর্মব্যান্ড পরিয়ে দেন পর্তুগিজ তারকাকে। এই প্রথম কোনো লিগের ম্যাচে দলের নেতৃত্ব দিলেন রোনালদো।
১-০ গোলে এগিয়ে থাকার পর একটি ফ্রি কিক পেয়েছিল আল নাসর। বক্সের সামনে থাকা ফ্রি-কিক থেকে গোল আদায় করতে ব্যর্থ হন সিআর সেভেন। তার শট পোস্টের খানিক ওপর দিয়ে বাইরে চলে যায়। ফলে অভিষেক ম্যাচে গোল না পেয়েই ম্যাচ শেষ করতে হয় রোনালদোকে।