আগেই বলে দিয়েছেন বিশ্বকাপের অধরা স্বপ্ন পূরণ করতে এবারই শেষ চেষ্টা করবেন। সেই স্বপ্ন পূরণের কথা আর মাত্র এক ধাপ বাকি লিওনেল মেসির। চলতি বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
ফাইনালের আগে পুরো বিশ্ব যেন মেসির পক্ষ নিয়েছে। সবাই শুভকামনা জানাচ্ছেন এই ফুটবল যাদুকরকে। এদিকে জার্মানির কোচ হ্যান্সি ফ্লিক বলছেন, ফুটবল রোমান্টিক হলে মেসির হাতেই বিশ্বকাপ দেখতে চাইবেন যে কেউ।
ফ্লিক বলেন, “কেউ যদি ফুটবল রোমান্টিক হয়, তাহলে সে চাইবে লিওনেল মেসি জিতুক (বিশ্বকাপ)। কারণ মেসি গত ১০ বছরের সবচেয়ে অসাধারণ খেলোয়াড়। এই বয়সে সে এখনও নিজের মান দেখিয়ে চলেছে।”
নিরপেক্ষ হিসেবেই মেসির হাতে এবার বিশ্বকাপের শিরোপা দেখতে চাইছেন ফ্লিক। যদিও দুই দলই ফাইনাল খেলার যোগ্য বলেও মনে করছেন তিনি।
“দুই দলই ফাইনালে থাকার যোগ্য। যদিও মেসি তার শেষ বিশ্বকাপে শিরোপা পাওয়ার দাবিদার। আমি এখানে নিরপেক্ষ” যোগ করেন ফ্লিক।
তবে কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ দুঃস্বপ্নের মতো কেটেছে ফ্লিকের। টানা দ্বিতীয়বারের মতো প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে জার্মানি।