• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

গোপনে যুক্তরাষ্ট্র গেছেন রোমান ও দিয়া দাম্পত্য জুটি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৮:২৮ পিএম
গোপনে যুক্তরাষ্ট্র গেছেন রোমান ও দিয়া  দাম্পত্য জুটি
রোমান সানা ও দিয়া সিদ্দিকী। ছবি : সংগৃহীত

একজন ক্রিকেটার কিংবা একজন ফুটবলার যতটা আর্থিকভাবে স্বচ্ছল, আর কোনো খেলায় তেমনটা দেখা যায় না। একদিকে আর্থিক অস্বচ্ছলতা, অন্যদিকে সামাজিক মর্যাদার অভাব। এতে অনেক তারকা হয় ক্রীড়াঙ্গনই ছেড়ে দেন না হয় স্থায়ী হন বিদেশে। এবার সেই তালিকায় দেখা যেতে পারে বাংলাদেশ আরচ্যারির দুই সেরা খেলোয়াড় ও দাম্পত্য জুটি রোমানা সানা ও দিয়া সিদ্দিকীকে।

রোমান সানা ও দিয়া সিদ্দিকী। ছবি : সংগৃহীত

২০২১ সালে বাংলাদেশ আরচ্যারি দল বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপ খেলতে আমেরিকায় গিয়েছিল। সেই দলে থাকা অসীম কুমার ও আব্দুল হাকিম রুবেল ইতোমধ্যে পাড়ি দিয়েছেন দেশটিতে। তাদের পথ অনুসরণ করে এবার অনেকটা গোপনেই যুক্তরাষ্ট্রে চলে গেছেন রোমান-দিয়া দম্পতি। তাদের ঘনিষ্ঠজন এবং আরচ্যারি সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারা ঘুরতে গেছেন নাকি স্থায়ী হওয়ার লক্ষ্যে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

রোমান সানা বাংলাদেশ আনসারে চাকরি করতেন। খুব সামান্য অর্থই পেতেন। বিয়ের পর এই সামান্য অর্থ দিয়ে পরিবার চালানো তার পক্ষে কষ্টসাধ্যই ছিল। আরচ্যারি জাতীয় দলে থাকলেও অনুশীলন আর বিদেশ ভ্রমণ ছাড়া তেমন আর্থিক প্রাপ্তি ছিল না। ফলে এক সময় হতাশায় জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। ফেডারেশনের সঙ্গেও মনোমালিন্য হয় রোমানের। পরবর্তীতে অবশ্য অবসর ভেঙে খেলায় ফিরতে চেয়ে ফেডারেশনে ভিন্ন চিঠি দিয়েছেন। তবে এখনও জাতীয় দলে ফিরতে পারেননি।

দিয়া সিদ্দিকী বাংলাদেশের অন্যতম সেরা নারী আরচ্যার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়াশোনা করছিলেন। তার বাবা নীলফামারীর স্থানীয় সাংবাদিক। দিয়া ও রোমানের বিয়ে হয়েছে প্রায় দুই বছর আগে। এবার তারা বড় ধরণের সিদ্ধান্ত  নিলেন।

বাংলাদেশ আরচ্যারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলেছেন একটি অনলাইন পত্রিকাকে জানিয়েছেন, ‘রোমান ও দিয়া বাংলাদেশের তারকা আরচ্যার। আমাকে এই বিষয়ে কিছু বলেনি। যদি এটা হয়েই থাকে শেষ পর্যন্ত, তাহলে এটা খুব অবাক করা বিষয়।’

বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলও ঐ অনলাইন পত্রিকাকে বলেছেন, ‘(রোমান-দিয়া) ছুটিতে ছিল। তারা দেশের বাইরে যাচ্ছে শুনেছিলাম। কোন দেশে ও কবে সে ব্যাপারে কিছু বলেনি।’

Link copied!