• ঢাকা
  • মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে রোমানের অশোভন মন্তব্য


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০৮:৫২ পিএম
বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে রোমানের অশোভন মন্তব্য
রোমান সানা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা আর্চার রোমান সানা। তার প্রতি ক্রীড়ামোদীদের শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। কিন্তু কেউ যখন সীমাবদ্ধতাকেও ছাড়িয়ে নিজেকে বড় বেশি মহান ভাবেন, তখন তার প্রতি নূন্যতম সহানুভূতিটুকু মুছে যায়। রোমান হয়তো জানেন না, ক্রিকেট বাংলাদেশকে কতটুকু সম্মান এনে দিয়েছে, ক্রিকেটের অবদানের শতকরা ১০ ভাগ সম্মানও এনে দিতে পারেনি বাকি সব খেলা মিলিয়েও। অথচ, রোমান বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে সম্পূর্ণ অযাচিত ও অশোভন মন্তব্য করেছেন। বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফরে টেস্ট সিরিজে স্বাগতিক দলকে ২-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে। ফলে দলকে ৩ কোটি ২০ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। যদিও ঐ টেস্ট সিরিজ লাভকে ৩ কোটি ২০ লাখ টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না। কারণ, পাকিস্তান মাটিতে সিরিজ লাভ এক ঐতিহাসিক অর্জন। কিন্তু রোমান এবার ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর একটা বাজে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সাকিবদের দেওয়া ৩ কোটি ২০ লাখ টাকা ফেরত নিয়ে উল্টো ঐ পরিমাণ অর্থ জরিমানা করতে। রোমানের উচিত, এমন উদ্ধত পূর্ণ উক্তির জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া। সেই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে ব্যর্থতার জন্য তাকে দেওয়া সমস্ত পুরস্কার ফিরিয়ে নেওয়া। কারণ, একজন বাংলাদেশি হিসেবে রোমানের মন্তব্য ক্ষমার অযোগ্য। রোমানের জানা দরকার, সবসময় সবকিছু একরকম যায় না। পাকিস্তানে ভালো করেছে বলেই ভারতেও একই ফলাফল আসবে, এটা নাও হতে পারে।

Link copied!