• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
মুম্বাই টেস্ট

স্লেজিং বিতর্কে সরফরাজের পাশে রোহিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৪:৫৩ পিএম
স্লেজিং বিতর্কে সরফরাজের পাশে রোহিত
সরফরাজ খান ও রোহিত শর্মা । ছবি : সংগৃহীত

মুম্বাইয়ের ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে চলছে ভারত ও নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে গেলে এই ম্যাচ ভারতের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই বেশ উত্তেজনার মধ্যেই প্রথম দিন থেকে গড়াচ্ছে ম্যাচ।

প্রথম দিনেই বিতর্কে জড়ালেন ভারতীয় দলের ক্রিকেটার সরফরাজ খান এবং নিউজিল্যান্ডের ব্যাটার ডারিল মিচেল।

ডারিল মিচেলের অভিযোগের ভিত্তিতে আম্পায়ার সরফরাজ খানকে সতর্ক করেন, যাতে তিনি প্রতিপক্ষ দলের ব্যাটারকে স্লেজিং করে তার মনযোগে ব্যাঘাত না ঘটান। এরপরই বিষয়টিতে ঢুকে পড়েন রোহিত শর্মা। আম্পায়ারকে পাল্টা বোঝান সরফরাজ যে কাজই করেছেন, সেটা ক্রিকেটের নিয়মের মধ্যেই থেকে করেছেন। এক্ষেত্রে তার কোনও দোষ নেই।

নিউজিল্যান্ড দল প্রথমে ব্যাট করে। সেই সময় স্পিনাররা কিউইদের বেশ খানিকটা কোনঠাসা অবস্থা করে দিয়েছিলেন। ওয়াসিংটন সুন্দর, জাদেজা ভালোই বোলিং করেন। আর ব্যাটারের একদম সামনেই ফিল্ডিং করছিলেন সরফরাজ খান। আসলে আগের ম্যাচের ভুল আর করেননি রোহিত। মানে প্রথম থেকেই নিউজিল্যান্ডকে চাপে রাখতে আক্রমণাত্মক ফিল্ডিং সেট করেন ভারত অধিনায়ক।

নিউজিল্যান্ডের ইনিংসে ৩২তম ওভারে হঠাৎই আম্পায়ার রিচার্ড ইলিংওয়র্থের কাছে যান ব্যাটার ডারিল মিচেল। এরপরই সরফরাজকে ডেকে সতর্ক করেন আম্পায়ার। মিচেল অভিযোগ করছিলেন, সারাক্ষণ ধরে তার সামনে বকবক করে তাকে বিরক্ত করছেন সরফরাজ খান অর্থাৎ স্লেজিং যাকে বলে। আর সেটা শুনে আম্পায়ার সরফরাজকে সতর্ক করতেই ছোটভাইয়ের জন্য আসরে নামেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি।

প্রথমে ভারত অধিনায়ক রোহিত শর্মা এগিয়ে গিয়ে আম্পায়ারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। পাশাপাশি জানান, সরফরাজ খান যে কাজটা করেছেন সেটা কোনও ভুল না অন্যায় নয়। এরপর বিরাট কোহলিও যোগ দেন সেই আলোচনায়। এরপর রোহিত শর্মাকে দেখা যায় ডারিল মিচেলকেও কিছু বলতে। অর্থাৎ প্রথম দিন থেকেই মুম্বাই টেস্টে উত্তেজনার পারদ উঠতে শুরু করে দিল।

Link copied!