• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

পাকিস্তান সফরে যাবেন রোহিত শর্মা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ১২:১০ পিএম
পাকিস্তান সফরে যাবেন রোহিত শর্মা
রোহিত শর্মা। ছবি: সংগৃহীত

রাজনৈতিক কারণে পাকিস্তানে ক্রিকেট দল পাঠায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। শুনতে অবাক লাগলেও এটা সত্য যে, ভারতের অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তান সফরে যাবে ক্রিকেট উপলক্ষেই। 

ফেব্রুয়ারী মাসের ১৯ তারিখ পাকিস্তান আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট আসর মাঠে গড়াবে। যেখানে অবশ্য ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতে। 

এরআগে ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারী পাকিস্তানে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আসরের সকল দলের অধিনায়ক। তাদের সঙ্গে যোগ দিতে পাকিস্তান সফরে যাবে রোহিত। 

ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারী বাংলাদেশের বিপক্ষে। সেটা অনুষ্ঠিত হবে আরব আমিরাতের মাটিতে।

বিশ্বের শীর্ষ স্থানীয় আটটি দল অংশ নেবে এই আইসিসির মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে।

Link copied!