• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৪ রজব ১৪৪৬

অবশেষে অবসরে যাচ্ছেন রানখরায় থাকা রোহিত শর্মা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৪:৩৭ পিএম
অবশেষে অবসরে যাচ্ছেন রানখরায় থাকা রোহিত শর্মা
রোহিত শর্মা। ছবি: সংগৃহীত

চলতি বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের চার ম্যাচশেষে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজ জয়ের আর কোনো সম্ভাবনা নেই ভারতের। যদি সিডনিতে পঞ্চম ও শেষ টেস্টে জয়লাভ করে তাহলে সিরিজ ড্র রাখতে পারবে ভারত।  

প্রথম টেস্টে ভারত ২৯৫ রানে জয়লাভ করে, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়লাভ করে। তৃতীয় টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়। চতুর্থ টেস্ট অস্ট্রেলিয়া ১৮৪ রানের বড় ব্যবধানে ভারতকে পরাজিত করে।

সিরিজের ফলাফল যেটাই হোক, সবচেয়ে বড় কথা হলো, রোহিত শর্মার ব্যাটে রান আসছে না। অপর তারকা ব্যাটার বিরাট কোহলি ভালো না করলেও রোহিতের মতো এতোটা খারাপ করেননি। তাই সব জায়গা থেকে  রোহিতের অবসর গ্রহণের কথা উঠছে। 

অনেকে বলেও ফেলেছেন, রোহিতের অবসরে যাওয়া উচিত। যাইহোক, এইসব  ঘটনার পর এখন নাকি রোহিত অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। টাইমস অব ইন্ডিয়া একথা জানিয়েছে। 

আরও জানা  গেছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্মকর্তা ও নির্বাচকদের  সঙ্গে কথাও হয়েছে রোহিতের। তবে কবে তিনি অবসর নিবেন, এ বিষয়ে রিপোর্টে বলা হয়, চলতি টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচ শেষ হলেই রোহিত সিদ্ধান্ত জানাবেন। 

রোহিত শর্মা ছয় ইনিংসে করেছেন মাত্র ৩১ রান। যেখানে বুমরাহ উইকেট পেয়েছেন ৩০টি। যদি পঞ্চম টেস্টে ভারত জয়লাভ করে রোহিত ভালো স্কোর গড়েন এবং  ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে, তাহলে অবসরের সিদ্ধান্ত বদলেও যেতে পারে। ফলে সবমিলে সিডনি টেস্ট ভারত ও রোহিত শর্মা- উভয়ের জন্য গুরুত্বপূর্ণ।

Link copied!