• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ভারতীয় পতাকা অবমাননার অভিযোগ রোহিত শর্মার বিরুদ্ধে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৪, ০৬:১৭ পিএম
ভারতীয় পতাকা অবমাননার অভিযোগ রোহিত শর্মার বিরুদ্ধে
ফাইনালে জেতার পর মাঠে ভারতীয় পতাকা গাড়ছেন রোহিত শর্মা। ছবি: সংগৃহীত

সপ্তাহখানেক আগে বার্বাদোজের মাঠে ইতিহাস লিখেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দিয়েছেন তারা। দল দেশে ফিরলে জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয় দলের জন্য। রোহিত শর্মারা দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এরই মধ্যে হঠাৎই বিতর্কে ভারত অধিনায়ক রোহিত শর্মা।

বিশ্বকাপ ফাইনাল জয়ের পর পিচের মাটি খেয়েছিলেন রোহিত। মাঠে ভারতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। বিশ্বকাপ জেতার পর বার্বাদোজের মাঠে ভারতের পতাকা পুঁতে দেওয়ার এক ছবি নিজের সোশাল নেটওয়ার্কিং সাইটে দেন রোহিত শর্মা। সেই ছবিতে দেখা যাচ্ছে, ভারতের পতাকা মাটিতে ছুঁয়ে যাচ্ছে, কিন্তু জাতীয় সম্মান বিধি ১৯৭১ অনুযায়ী, ‘ইচ্ছাকৃতভাবে জাতীয় পতাকা মাটিতে ছোঁয়ানো যায় না।’ এরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ভারত অধিনায়ক। দিয়েছেন প্রতিক্রিয়াও।

নেটমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়তেই রোহিত শর্মা বিসিসিআইকে এক সাক্ষাৎকার দিয়ে বলেছেন, ‘ওই পিচে আমরা বিশ্বকাপ জেতার পর আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। ওই পিচেই আমরা ম্যাচ জেতায় মূহূর্তটা উপভোগ করছিলাম।’ যদিও রোহিত শর্মার এই বক্তব্যের পরেও তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠছে, নেটমাধ্যমেই অনেকেই দাবি করেছেন, রোহিত শর্মার এই বিষয় নিয়ে ক্ষমা চাওয়া উচিত।

রোহিত শর্মার ওই ছবি ভাইরাল হওয়ার পর তার সঙ্গে মহেন্দ্র সিং ধোনির তুলনাও করেছে নেটমাধ্যমের একাংশ। তাদের বক্তব্য, ধোনি অধিনায়ক হিসেবে রোহিতের থেকে বেশি আইসিসি ট্রফি জিতলেও কখনও দেশ সম্মানহানি করতে দেননি তিনি। রোহিত শর্মা অবশ্য গোটা ঘটনাতেই কিছুটা হতবাক, কারণ তিনি নেহাতই সেলিব্রেশন করতে গিয়ে এই ভুল করে ফেলেছেন।

Link copied!