• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

রোহিত খেলছেন না সিডনিতে, নেতৃত্বে বুমরাহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৭:০০ পিএম
রোহিত খেলছেন না সিডনিতে, নেতৃত্বে বুমরাহ
রোহিত শর্মা ও বুমরাহ। ছবি: সংগৃহীত

সমালোচনা, নিজের উপলব্ধি- সবকিছু মিলিয়ে সিডনি টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। খবরটি জানিয়েছে সেদেশের একটি জাতীয় দৈনিক। এই তারকা ক্রিকেটার একদমই নেই ছন্দে। শেষ ১৫ ইনিংসে তার ব্যাটিং গড় মাত্র ১০ এর কাছে। মোট রান ২০০ টপকাতে পারেননি শেষ ১৫ ইনিংসে। এবারের বোর্ডার-গাভাসকর ট্রফিতে তার মোট রান মাত্র ৩১, নিজের এমন পারফরমেন্স মন থেকে মানতে পারছেন না খোদ রোহিতই। চলতি সিরিজে তার গড় মাত্র ৬।

সংবাদপত্রের রিপোর্ট জানায়, সিডনিতে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নামতে চলেছেন জসপ্রীত বুমরাহ। পার্থ টেস্টে দলের কামব্যাকের অন্যতম নায়ক ছিলেন বুমরাহ। সিডনি টেস্ট শুরুর  আগের দিন রোহিত টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিলেন, তিনি এই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিতে চান।

সিডনিতে খেলতে নামা মানে টিম ম্যানেজমেন্টের আরও বিড়ম্বনা বাড়ানো। কারণ একদিকে যেমন লোকেশ রাহুলের ব্যাটিং অর্ডারেও পরিবর্তন করতে হবে, তেমন গিলকেও সেক্ষেত্রে বসতে হতে পারত। কিন্তু আবার ব্যর্থ হলে রোহিত তো অবসর নিয়ে নিতে পারতেন, তবে প্রশ্নের মুখে পড়ত গম্ভীর-আগরকারদের ম্যানেজমেন্ট। তাই রোহিত নিজে থেকেই এই ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, রোহিত শর্মা সিডনি টেস্টের আগে কথা বলেন প্রধান নির্বাচক অজিত আগারকার এবং কোচ গৌতম গম্ভীরের সঙ্গে। সেখানেই তিনি জানান সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিতে চান তিনি।

বিষয়টির অনুমান করা হয়েছিল বৃহস্পতিবারের অনুশীলনে এবং তার পরে ম্যাচের সাংবাদিক সম্মেলনে। গম্ভীর জানিয়ে দেন, রোহিতকে নিয়ে কোনও সমস্যা নেই। তবে তিনি খেলবেন কিনা সেটা ঠিক নেই। গৌতম গম্ভীরকে দীর্ঘক্ষণ দেখা যায় বুমরাহর সঙ্গে কথা বলতে। ফলে রোহিত না খেললে রাহুল ফিরবেন ওপেনিংয়ে, তিনে আসবেন গিল। আর অনুশীলনের সময়ও রোহিত এসেছিলেন সবার শেষে, অর্থাৎ তিনি মানসিকভাবেও ভালো জায়গায় ছিলেন না। একটি কোণে দাঁড়িয়েই বুমরাহদের অনুশীলন দেখছিলেন।

যদি আগামী ইংল্যান্ড সিরিজে রোহিত না খেলেন, তাহলে মেলবোর্নেই নিজের শেষ টেস্ট খেলে নিয়েছেন হিটম্যান।

Link copied!