অস্ট্রেলিয়ার কাছে মেলবোর্ন টেস্টে ১৮৪ রানের লজ্জার হারের পর নিজেদের দোষ, দুর্বলতা ও ভুলের কথা স্বীকার করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘আপনি যদি সামগ্রিক টেস্ট ম্যাচ দেখেন, আমাদের সুযোগ ছিল, কিন্তু আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি। অস্ট্রেলিয়া একটা সময়ে ৯০/৬ ছিল।’
মেলবোর্নে বর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে ভারতের জন্য এটি একটি হতাশাজনক হার ছিল। আর স্বাগতিকদের জন্য ছিল গর্বের জয়। এই জয়ের ফলে একটি ম্য়াচ বাকি থাকতেই সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া।
ম্যাচের পরবর্তী উপস্থাপনায় রোহিত বলেন, ‘আমরা জানতাম ৩৪০ রান অর্জন করা সহজ হবে না। আমরা একটি প্ল্যাটফর্ম সেট করার চেষ্টা করেছিলাম এবং শেষ দুই সেশনের জন্য উইকেট হাতে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু তারাও নিখুঁতভাবে বোলিং করেছে।’
রোহিত আরও বলেন, ‘আমরা লক্ষ্যে যেতে চেয়েছিলাম, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে প্ল্যাটফর্ম সেট করতে পারিনি। গেম জেতার উপায় আছে এবং আমরা গেম জেতার জন্য লক্ষ্য অর্জন করতে পারিনি।’
রোহিত স্বীকার করেছেন ভারতের তাদের সুযোগ ছিল, বিশেষ করে যখন তাদের অস্ট্রেলিয়া ছিল ৯১/৬ রান। কিন্তু স্বাগতিকদের ২৩৪ স্কোর করতে দিয়ে খেলাটি সেখান থেকেই হাতছাড়া হয়ে যায়। রোহিত শর্মা বলেন, ‘এটি বেশ হতাশাজনক। এটা এমন নয় যে আমরা লড়াই ছেড়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম। আমরা শেষ পর্যন্ত লড়াই করতে চেয়েছিলাম, এবং দুর্ভাগ্যবশত, আমরা তা করতে পারিনি। শেষ দুটি সেশন মূল্যায়ন করা কঠিন হবে।’
নীতিশ কুমার রেড্ডিরও প্রশংসা করেছেন রোহিত। রোহিত বলেন, ‘সে এখানে প্রথমবারের মতো এসেছিল, এই সময়ে সবকিছু সত্যিই কঠিন হয়েছিল, তবে সে দুর্দান্ত চরিত্র দেখিয়েছে। কঠিন কৌশলও দেখিয়েছে। এই স্তরে সফল হওয়ার জন্য সে সবকিছু পেয়েছে। আমি আশা করি সে ভবিষ্যতে আরও ভালো খেলবে।’
সিডনিতে পঞ্চম ও শেষ টেস্টে জিতে সিরিজে সমতা আনার সুযোগ রয়েছে ভারতের সামনে। ৩ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ।