• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দলের প্রয়োজনে যেকোনো পজিশনে খেলতে চান মিরাজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২১, ২০২৩, ০৮:২৪ পিএম
দলের প্রয়োজনে যেকোনো পজিশনে খেলতে চান মিরাজ

আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর অক্টোবরে ভারতের মাটিতে বিশ্বকাপ মিশন। এজন্য নিজেদের প্রস্তুত করতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে টাইগাররা। টাইগারদের সাত নম্বর পজিশনে কে ব্যাট করবে এ নিয়ে আলোচনা চলছে।

বাংলাদেশ দলের ৭ নম্বর পজিশনের জন্য আলোচনায় আছেন আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত। এই পজিশনে খেলতে প্রস্তুত মেহেদি হাসান মিরাজও। তবে দলের জন্য যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত এই অলরাউন্ডার। বুধবার (২১ জুন) সাংবাদিকদের মিরাজ জানান, বেশিরভাগ সময় ৮ নম্বরে খেললেও একটি সিরিজে ৭ নম্বরে খেলেন তিনি। তবে তিনি যদি ৭ নম্বরে খেললে অতিরিক্ত একজন বোলার নিতে হবে। তাকে যেখানেই খেলানো হোক না কেন , সব পজিশনে খেলতে তিনি প্রস্তুত। সেটা হোক ৭ নম্বর অথবা ৮ নম্বর।

আফগানিস্তান সিরিজ প্রসঙ্গে টাইগার অলরাউন্ডার বলেন, ৫-৭-১০ টা সিরিজ খেললে আপনি হারতেই পারেন। আমরা যাতে ভালো ক্রিকেট খেলতে পারি, সেই দিকেই লক্ষ্য রাখছি। আফগানিস্তান থেকে শুরু করে এশিয়া কাপ থেকে নিউজিল্যান্ড সিরিজ - তিনটা সিরিজ আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। আমরা আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যেতে পারব।‍‍`  

Link copied!