• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

রিজওয়ান বাংলা বর্ণমালার আর্মব্যান্ড পরার কারণ জানেন না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০১:০৫ পিএম
রিজওয়ান বাংলা বর্ণমালার আর্মব্যান্ড পরার কারণ জানেন না

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিপিএলে ভাষা শহীদদের স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যার মধ্যে একটি ছিল, সব ক্রিকেটাররা বাংলা বর্ণমালার সঙ্গে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।

 কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ানও আর্মব্যান্ড পরেছিলেন। তবে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, এই কালো আর্মব্যান্ড পরার কারণ তিনি জানেন না। দলের সবাই এটা পরা ছিল, তাই তিনিও এটা পরেছিলেন। অবশ্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ জানিয়েছে ভিন্ন কথা।

রংপুর রাইডার্সের বিপক্ষে ৭০ রানের বিশাল ব্যবধানে জয়ের পর সংবাদ সম্মেলনে মোহাম্মদ রিজওয়ানকে প্রশ্ন করা হয়েছিল, বিশেষ অনুষ্ঠান সম্পর্কে তিনি জানেন কী না?

জবাবে রিজওয়ান বলেন, "সত্যি কথা বলতে কি, আমি জানি না কেন এটা পরেছিলাম। আজকের দিনটি যদি বাংলাদেশের জন্য বিশেষ দিন হয়, আমি তাদের সকলের জন্য শুভ কামনা জানাই। বাংলাদেশে অনেক ভালোবাসা পেয়েছি। কেন জানি না আজকের দিনটি বাংলাদেশের জন্য বিশেষ, তবে আমি বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাই। গ্রুপের সবাই যেহেতু এই আর্মব্যান্ডগুলো পরে আছে, আমিও তাই পরেছি। আমি জানি না কেন আমি এটা পরছি।‍‍`

এ প্রসঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যানেজার আহসানউল্লাহ হাসান গণমাধ্যমকে জানান, "আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দলের সবাইকে বলা হয়েছে সবাই যাতে বাংলা বর্ণমালা সম্বলিত কালো আর্মব্যান্ড পরে।"

Link copied!