• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

হেড কোচের পছন্দের তালিকায় নেই রিয়াদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩, ০৫:৪২ পিএম
হেড কোচের পছন্দের তালিকায় নেই রিয়াদ
ফাইল ছবি

এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ৩২ ক্রিকেটারকে নিয়ে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। ৩২ জন ক্রিকেটারের ফিটনেস পরীক্ষার পর ২০ থেকে ২২ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। সেখান থেকে বেছে নেওয়া হবে এশিয়া কাপ ও বিশ্বকাপের চূড়ান্ত দল।

জাতীয় দল ও আশেপাশে থাকা ৩২ জন ক্রিকেটার নিয়ে সোমবার (৩১ জুলাই) শুরু হয়েছে বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্প। বড় দুই আসরকে সামনে রেখে এই ফিটনেস ক্যাম্পে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের মতো জাতীয় দল থেকে ছিটকে পড়া ক্রিকেটাররা।

সামনের এই দুই মেগা ইভেন্টের দলে কারা থাকবেন তা প্রায় অনেকটাই নিশ্চিত। সংশয় আছে কেবল দুই-তিনটি জায়গা নিয়ে। যা নিয়ে জটিলতায় ভুগছে টিম ম্যানেজমেন্টও।

ফিটনেস ক্যাম্পে জায়গা পেলেও শেষ পর্যন্ত এশিয়া কাপ ও বিশ্বকাপে অভিজ্ঞ মাহমুদউল্লাহ জায়গা পাবেন কিনা - তা নিয়ে সন্দেহ আছে অনেক। বেশ কিছু গণমাধ্যমের দাবি, বোর্ডের একাংশের চাওয়া মাহমুদউল্লাহকে সাত নম্বর পজিশনের জন্য বিবেচনা করা হোক।  এ ক্ষেত্রে তারা এই ৩৭ বছর বয়সীর অভিজ্ঞতার গুরুত্বের কথা বলছে। অন্যদিকে, টাইগারদের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের চাওয়া ভিন্ন।

একটি জাতীয় গণমাধ্যমের তথ্য মতে, এই তারকাকে দলে চান না প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তারা জানিয়েছে, স্কিল ক্যাম্পের জন্য  কোচের দেওয়া ২০ জনের তালিকায় নাম নেই মাহমুদউল্লাহর। এমনকি জাতীয় দলের নির্বাচক প্যানেলও এই ৩৭ বছর বয়সীর সমর্থনে কিছু বলছে না। ফলে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য  ২০ জনের পুল তৈরি নিয়ে দেখা দিয়েছে জটিলতা।

গত বছর টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েন রিয়াদ। এরপর চলতি বছর ওয়ানডে দলেও জায়গা হারান তিনি। ব্যাটে যে একদম রান নেই এমনও না বিষয়টি, শেষ ১০ ইনিংসে দুটি পঞ্চাশোর্ধ্ব (৮০* ও ৭৭) রানের ইনিংস ও তিনটি ত্রিশছোঁয়া ইনিংস আছে তার। মূলত সাত নম্বরে ব্যাট হাতে দল যে ভূমিকা আশা করে তা মেটাতে ব্যর্থ বলেই দলে জায়গা নড়বড়ে হয়ে পড়েছে তার। এছাড়াও রিয়াদের বাজে ফিল্ডিংয়েরও দায় আছে।

তবে সাত নম্বর পজিশনে কোচের পছন্দের তালিকায় আছেন শেখ মেহেদী, আফিফ হোসেন, শামিম হোসেন পাটোয়ারি ও সৌম্য সরকার। মাহমুদউল্লাহর স্কিল ক্যাম্পে থাকবেন কিনা তা জানা যাবে আগামী মাসের ৫ ও ৬ আগস্ট।

Link copied!