• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল থেকে বাদ রিয়াদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৩, ০৯:০৭ পিএম
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল থেকে বাদ রিয়াদ

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। 

টেস্ট থেকে অবসর নিয়েছেন অনেক আগে। টি-টোয়েন্টি দলে বিবেচনা করা হচ্ছে না গত বিশ্বকাপ থেকেই। শেষ সম্বল ছিল ওয়ানডে ফরম্যাট, সেখানেও গত কয়েক মাস ধরেই জায়গা নড়বড়ে হয়ে যাচ্ছিল। এবার দল থেকে বাদই পড়ে গেলেন রিয়াদ।

২১৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৩৫.৩৫ গড় ও ৭৬.১৭ স্ট্রাইক রেটে ৪ হাজার ৯৫০ রান করেছেন  ৩৭ বছর বয়সী রিয়াদ। এছাড়া বল হাতে ৮২ উইকেটও রয়েছে তার।

অন্যদিকে সর্বশেষ সিরিজে তাইজুল ইসলামের দলে থাকা না থাকা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তিনি নেই আইরিশদের বিপক্ষে ওয়ানডে দলে।

মাহমুদউল্লাহকে না রাখায় ফেরানো হয়েছে ইয়াসির আলি রাব্বিকে। এছাড়া দলে ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। অন্যদিকে প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, জাকির হাসান।

খেলা বিভাগের আরো খবর

Link copied!