অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকার কথা ছিল অলরাউন্ডার সাইফউদ্দিনের। কিন্তু বাজে পারফর্মেন্সের কারণে বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েন তিনি।
অন্যদিকে অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদকে ক্রিকেটের এই সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে আগেই ছেটে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দু’জনেই সোমবার (৩১ অক্টোবর) মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং ও বোলিং অনুশীলন করেছেন।
দুপুরে পৌনে একটায় সেন্টার উইকেটের নেটে ব্যাট হাতে ঢোকেন সাইফ। অপরপ্রান্তে দুই পেসার ও এক স্পিনারের সঙ্গে তাকে বল করা শুরু করেন রিয়াদ। বেশ অনেকদিন পর বল হাতে দেখা গেছে তাকে।
তবে এদিন সাইফকে নেটে প্রায় মিনিট বিশেক বোলিং করেন রিয়াদ। এ সময়ে বেশ কয়েকবারই তাকে বোলিং অ্যাকশনের পরিবর্তন করতে দেখা গিয়েছে। অন্যদিকে সাইফ বেশ কয়েকবারই রিয়াদকে উড়িয়ে মেরেছেন মাঠের বাইরে। আবার কয়েকবার ছয় হয়েছে নাকি হয়নি সেটা নিয়েও মজার ছলে তর্কে জড়াতে দেখা গেছে তাদেরকে।
প্রায় ২৫ মিনিট ব্যাটিং করার পর নেট ছাড়েন সাইফ। এবার প্যাড-গ্লাভস পড়ে ব্যাট হাতে নেটে ঢোকেন রিয়াদ। ব্যাটিংয়ের শুরুতে বেশ কিছুক্ষণ সমস্যা বোধ করেন।
কখনো বল থ্রোয়ারের শর্ট বলে ভড়কেছেন তো কখনও বাঁহাতি স্পিনারের বলের লাইন বুঝতে না পেরে মিস করেছেন। মিনিট পাঁচেক পর বল হাতে এবার বোলিং শুরু করেন সাইফ।
সাইফের বিপক্ষেও খুব একটা সুবিধা করতে পারেনি রিয়াদ। শুরুর জড়তা কাটিয়ে আস্তে আস্তে হিটিং শুরু করলেও টাইমিং বা মিডলিং কোনোটাই করতে পারছিলেন না রিয়াদ। তার মারা শট বেশিরভাগই মিস হিট হয়ে ত্রিশ গজের আশেপাশেই আছড়ে পড়ছিল।
বিশ্বকাপ থেকে দেশে ফেরার পর ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আশাবাদী দু’জন।