রোববার রাতে চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্রিকেট বিশ্বের দুই ঐতিহ্যবাহী চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বার্বাডোজে খেলতে নেমেছিল তারা। ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ২০১/৭ রান করে। জবাবে ইংল্যান্ড দল ৬ উইকেটে ১৬ রান করে। ফলে ৩৬ রানে জয় পায় অস্ট্রেলিয়া। এই ম্যাচে একাধিক রেকর্ড গড়তে দেখা যায়।
ম্যাচটিতে অস্ট্রেলিয়া এই বিশ্বকাপের সর্বোচ্চ স্কোর করেছে, যেখানে এই বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো দল ২০০ বা ২০০ এর বেশি রান করেছে। এর আগে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ স্কোর কানাডার বিরুদ্ধে করেছিল যুক্তরাষ্ট্র। ১ জুন ডালাসে অনুষ্ঠিত ওই ম্যাচে প্রথম ব্যাট করে কানাডা ৫ উইকেটে ১৯৪ রান করে। জবাবে, যুক্তরাষ্ট্র ১৪ বল বাকি থাকতেই ৩ উইকেটে ১৯৭ রান করে জয়ী হয়। এবার অস্ট্রেলিয়া সেই রেকর্ড ভেঙে দিল।
অদ্ভুত এক রেকর্ডও হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার এই ম্যাচে। উভয় দলের মোট স্কোর (অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সহ) হয়েছে ৩৬৬ রান। এক্ষেত্রে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের স্কোর টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেরও সর্বোচ্চ (দুই দল মিলে)। এরআগে ২০১০ সালে ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড মিলে ৩২৭ রান, ২০১৬ সালে ধর্মশালায় আয়ারল্যান্ড ওমান মিলে ৩১১ রান, ২০০৯ সালে লর্ডসে ইংল্যান্ড ও ভারত মিলে ৩০৩ রান, ২০২২ সালে অ্যাডিলেডে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা মিলে ৩০৩ রান এবং ২০১০ সালে গ্রস আইলেটে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড মিলে ৩০২ রানে করেছিল।
ব্যক্তিগত ৫০ বা ৫০+ স্কোর ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি দলের সর্বোচ্চ ২০১/৭ স্কোর করলো এবার অস্ট্রেলিয়া। এর আগে, ২০০৭ সালে ডারবানে ভারতের বিপক্ষে ইংরল্যান্ড ২০০/৬, ২০১৪ সালে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড ১৯৩/৭ এবং ২০০৭ সালে জোহানেবার্গে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড ১৯০/১০ স্কোর গড়েছিল।