যে কারণে আরব আমিরাতে যেতে পারেননি নাসুম ও রানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৩:২৯ পিএম
যে কারণে আরব আমিরাতে যেতে পারেননি নাসুম ও রানা
নাসুম আহমেদ ও নাহিদ রানা। ছবি:সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আরব আমিরাত গেছে। আরব আমিরাত আফগানিস্তানের হোমভেন্যু। রোববার রাতেই দলটি আমিরাতে গিয়ে পৌছেছে। তবে ১৫ সদস্যের দলের দুই খেলোয়াড় যেতে পারেননি আমিরাতে। 

জানা গেছে, ভিসা জটিলতার কারণে মূল দলের সঙ্গে তাদের যাওয়া হয়নি। এরা হলেন স্পিনার নাসুম আহমেদ ও পেসার নাহিদ রানা। খবর নিয়ে আরও জানা গেছে, সোমবারই তাদের ভিসা জটিলতা কেটে যাবে। ফলে তাদের আরব আমিরাত যেতে আর কোনো বাঁধাই থাকবে না। হয়তো রাতের মধ্যে তারা দলের সঙ্গে যোগ দিতে পারবেন। 

আগামী ৬ নভেম্বর সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর। 

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত( অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকির হাসান, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।

Link copied!