• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬
বিপিএল ২০২৫

রংপুর দলের শ্রেষ্ঠত্ব প্রদর্শনের পেছনে যে কারণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০১:৩০ পিএম
রংপুর দলের শ্রেষ্ঠত্ব প্রদর্শনের পেছনে যে কারণ
রংপুর রাইডার্স দলের খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনো আসরে এমন দাপট দেখা যায়নি, যেটা এবার দেখাচ্ছে রংপুর রাইডার্স দল। চলতি বিপিএলে অসাধারণ খেলছে রংপুর।  নুরুল হাসান সোহানের দলের সাথে ময়দানী লড়াইয়ে কুলিয়ে উঠতে পারছে না কোনো দেই। টানা জিতেই চলেছে রংপুর। ৮ খেলার সবকটিতে জিতে রংপুর শুধু পয়েন্ট টেবিলের শীর্ষেই নয়, একমাত্র দল হিসেবে সবার আগে প্লে-অফও নিশ্চিত করে ফেলেছে। রংপুরের এই দারুণ খেলার রহস্য জানতে চায় সকলেই।

হয়তো কেউ ভাবতে পারেন, সব ম্যাচজয়ী বলে রংপুর দলের ব্যাটার ও বোলাররাও রান সংগ্রহ ও উইকেট শিকারে সবার ওপরে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, বাস্তবে তা হয়নি। রান সংগ্রহে এক নম্বর পজিশন তো বহুদূরে, শীর্ষ পাঁচেও নেই রংপুরের কোনো ব্যাটার।

এখন পর্যন্ত রংপুরের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটার হলেন খুশদিল শাহ। পাকিস্তানের এই মিডল অর্ডার কাম স্পিনার খুশদিল শাহ ৮ খেলায় ২৭৪ রান করে রান নিয়ে ৭ নম্বরে আছেন। এছাড়া শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় সেরা দশে রংপুরের আর কেউ নেই। ৮ খেলায় ২৪৫ রান করে ১১ নম্বরে আছেন সাইফ হাসান। এখন পর্যন্ত যে ৭টি সেঞ্চুরি হয়েছে, সেই সেঞ্চুরিয়ানের তালিকায় আছেন মাত্র একজন রংপুর ব্যাটার (অ্যালেক্স হেলস)।

রান সংগ্রহে সেরা পাঁচে কেউ না থাকলেও প্রথম ১৫ জনের মধ্যে অবশ্য রংপুরের ৪ ব্যাটার জায়গা করে নিয়েছেন। তারা হলেন খুশদিল শাহ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস (৬ খেলায় ২১৮) এবং ইফতেখার আহমেদ (৮ খেলায় ২০৭)।

অবশ্য বোলিংয়ে রংপুরের বোলারদের পারফরম্যান্স তুলনামূলক ভালো। রান সংগ্রহে সেরা পাঁচে রংপুরের কোনো ব্যাটার না থাকলেও উইকেট শিকারে সেরা ৫ বোলারের তালিকায় রংপুর রাইডার্সের ২ জন আছেন। তারা হলেন আকিফ জাভেদ ও খুশদিল শাহ। ২৪ বছর বয়সী বাঁহাতি আফগান পেসার আকিফ ৬ খেলায় ১৩ উইকেট নিয়ে উইকেট শিকারে তৃতীয়। ১৭ জানুয়ারির শেষ ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে ৩২ রানে ৪ উইকেট শিকার করেন আকিফ। ঠিক তার আগের খেলায় খুলনা টাইগার্সের বিপক্ষে ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া উইকেট শিকারে সেরা পাঁচে আছেন রংপুরের অলরাউন্ডার খুশদিল। ৮ খেলায় ১১ উইকেট নিয়ে তিনি চতুর্থ স্থানে আছেন। আর উইকেট শিকারীদের মধ্যে সেরা দশে আছেন রংপুর রাইডার্সের বাংলাদেশি অফস্পিনার শেখ মেহেদিও (৮ খেলায় ৯ উইকেট নিয়ে ১০ নম্বরে)।

এর বাইরে দ্রুতগতির বোলার নাহিদ রানা ৭ খেলায় ৯ উইকেট নিয়ে আছেন ১২ নম্বরে এবং মিডিয়াম পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ৭ খেলায় ৮ উইকেট নিয়ে আছেন ১৪ নম্বরে।

অর্থাৎ উইকেট শিকারে সেরা দশে আছেন রংপুর রাইডার্সের ৩ বোলার (আকিফ জাভেদ, খুশদিল শাহ ও শেখ মেহেদী)। আর সেরা ১৫-তে আছেন ৫ জন (আকিফ জাভেদ, খুশদিল, শেখ মাহদি, নাহিদ রানা ও সাইফউদ্দিন)।

শুধু তাই নয়, দুর্বার রাজশাহী অধিনায়ক তাসকিন আহমেদের (১৯ রানে ৭ উইকেট) পরে যে ৪টি সেরা বোলিং স্পেল রয়েছে, তার ৩টিই রংপুর রাইডার্সের ৩ বোলারের-শেখ মাহদি (৪/২৭), নাহিদ রানা (৪/২৭) ও আকিফ জাভেদের (৪/৩২)।

এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, রংপুর দলটি ব্যক্তিগত নৈপুণ্যের ওপর নির্ভরশীল দল নয়। দলটির হয়ে কেউ বা কিছু নির্দিষ্ট পারফরমারই শুধু নিয়মিত ভালো খেলছেন না। বা দলের সাফল্য গুটিকতক পারফরমারের ওপর নির্ভরশীল নয়। পুরো দল একটি ইউনিট হয়ে খেলছে। আসলে এটাই তাদের ভালো খেলার প্রধান কারণ।

খেলা বিভাগের আরো খবর

Link copied!