• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬
চ্যাম্পিয়ন্স লিগ

বড় জয়ে শেষ ষোলর লড়াইয়ে রিয়াল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০২:০১ পিএম
বড় জয়ে শেষ ষোলর লড়াইয়ে রিয়াল
বড় জয়েরে পর উল্লাস ভিসিসিয়ুস- এমবাপেদের। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ম্যাচে বড় জয় পেয়েছে স্পেনের রিয়াল মাদ্রিদ। ফলে এখনও শেষ ষোলোর লড়াইয়ে রয়েছে তারা। আর্সেনালও নিজেদের ম্যাচ জিতেছে। প্রথম আট দলের মধ্যে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে তারা। লড়াইয়ে রয়েছে বায়ার্ন মিউনিখও।

রিয়ালের খেলা ছিল আরবি সালজবার্গের বিরুদ্ধে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে রিয়াল। তার ফলও পায় তারা। ২৩ ও ৩৪ মিনিটে গোল করেন রদ্রিগো। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেন কিলিয়ান এমবাপে। ৫৫ ও ৭৭ মিনিটে জোড়া গোল করে রিয়ালকে ৫-০ এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। ৮৫ মিনিটে সালজবার্গ একটি গোল শোধ করলেও জিততে কোনও সমস্যা হয়নি রিয়ালের।

পয়েন্ট তালিকায় রিয়াল রয়েছে ১৬ নম্বরে। তবে শেষ ম্যাচ জিততে পারলে প্রথম আট দলের মধ্যে শেষ করার সুযোগ থাকবে এমবাপেদের। তা না হলেও প্লে-অফ খেলে প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ থাকবে তাদের।

ইংল্যান্ডের ক্লাব আর্সেনালের খেলা ছিল ডায়নামো জ়াগ্রেবের বিরুদ্ধে। সহজেই সেই ম্যাচ জিতেছে আর্সেনাল। ২ মিনিটের মাথায় ডেকলান রাইস প্রথম গোল করেন। ৬৬ মিনিটে কাই হাভের্ৎজ ও সংযুক্তি সময়ে মার্টিন ওডেগার্ড দলের বাকি দুই গোল করেন। জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ হেরেছে ফেয়েনুর্দের বিরুদ্ধে। ফেয়েনুর্দের হয়ে স্যান্তিয়াগো গিমেনেজ দু’টি ও আয়াসে উয়েদা একটি গোল করেন। ০-৩ গোলে হারে বায়ার্ন।

আর্সেনাল রয়েছে তিন নম্বরে। নবম স্থানে থাকা অ্যাস্টন ভিলা পয়েন্টে তাদের সমান হতে পারলেও গোল পার্থক্যে পারবে না। সুতরাং শেষ ষোলো নিশ্চিত মিকেল আর্তেতার দলের। অন্য দিকে রিয়ালের ঠিক উপরেই রয়েছে বায়ার্ন। শেষ ম্যাচ জিতলে তাদেরও সুযোগ থাকবে প্রথম আটে শেষ করার।

খেলা বিভাগের আরো খবর

Link copied!