লা লিগা

জিরোনাকে হারিয়ে বার্সার আরও কাছাকাছি রিয়াল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ১০:৩১ এএম
জিরোনাকে হারিয়ে বার্সার আরও কাছাকাছি রিয়াল
রিয়ালের দুই গোলদাতা এমবাপে ও আর্দা গুলার। ছবি : সংগৃহীত

স্পেনের ফুটবল লিগ লা লিগায় জিরোনাকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার কাছাকাছি চলে এসেছে রিয়াল মাদ্রিদ। দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর পয়েন্টের ব্যবধানে এখন মাত্র ২।

১৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৮। ১৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৩৯। পরের ম্যাচে রিয়াল জিতে গেলেই চলতি মৌসুমে প্রথমবারের মতো শীর্ষস্থান হারাবে বার্সা। সেক্ষেত্রে দুই দলের ম্যাচও হবে সমান সমান। আর ২২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থান আছে জিরোনা।

শনিবার রাতে টেবিলের মাঝামাঝিতে থাকা রিয়াল বেটিসের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খুঁইয়েছে বার্সা।

শুরুর বিবর্ণতা ঝেড়ে দারুণ পারফরম্যান্স উপহার দিল রিয়াল মাদ্রিদ। জ্বলে উঠলেন জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপেরা।

জিরোনার মাঠে প্রথমে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালকে লিড এনে দেন জুড বেলিংহ্যাম। ৩৬ মিনিটে মাঝবক্স থেকে ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার। এ নিয়ে লা লিগায় টানা ৫ ম্যাচে গোল করলেন তিনি।

৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্দা গুলার। বেলিংহ্যামের অ্যাসিস্টে জিরোনার জাল কাঁপান তুরস্কের অ্যাটাকিং মিডফিল্ডার ও উইঙ্গার।

রিয়ালের হয়ে শেষ গোলটি করেন কিলিয়ান এমবাপে। ৬২ মিনিটে ফরাসি বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের ব্যবধান ৩-০ করে লস ব্লাঙ্কসরা।

 

 

 

 

Link copied!