• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১৫তম শিরোপা রিয়ালের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২, ২০২৪, ১০:৫৭ এএম
ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১৫তম শিরোপা রিয়ালের
শিরোপা ট্রফি নিয়ে উল্লাস রিয়াল মাদ্রিদের। ছবি : সংগৃহীত

জার্মানীর ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড প্রথম ৭০ মিনিটের খেলায় বেশি সুযোগ তৈরি করেছিল। কিন্তু ঠিক সময়ে ঠিক কাজটা করল রিয়াল মাদ্রিদ। মাত্র ৯ মিনিটের মধ্যে জোড়া গোল করে খেলার ফল নিশ্চিত করে দিলেন ড্যানি কার্ভাহাল ও ভিনিসিয়াস জুনিয়র।

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে ১৮ বার ফাইনালে উঠে নিজেদের ১৫তম ট্রফি জিতে নিল স্পেনের ক্লাবটি। আরও একবার রিয়াল প্রমাণ করে দিল যে তারাই ‘ইউরোপের রাজা’।

১৯৫৬ সালে এই প্রতিযোগিতা শুরুর পর টানা পাঁচ বার ট্রফি জিতেছিল রিয়াল। আরও একটি জিতেছিল ১৯৬৬ সালে। ষষ্ঠ ট্রফি জেতার পরে ৩২ বছর অপেক্ষা করতে হয়েছিল তাদের। কিন্তু গত ১০ বছরে ছ’বার ইউরোপের সেরা হয়েছে তারা।

ওয়েম্বলিতে ম্যাচের প্রথমার্ধে দাপট দেখায় ডর্টমুন্ড। ১৪ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারত ডর্টমুন্ড। কিন্তু ইউলিয়ান ব্র্যান্ডের শট পোস্টের বাইরে চলে যায়।

৪১ মিনিটের মাথায় প্রতি আক্রমণ থেকে আবার সুযোগ পায় ডর্টমুন্ড। বক্সের বাইরে থেকে শট নেন মার্সেল সাবিতজ়ার। ডান দিকে ঝাঁপিয়ে সেই বল বার করে দেন কুর্তোয়া।

৪৮ মিনিটের মাথায় বক্সের বাইরে ভিনিসিয়াসকে ফাউল করায় ফ্রি কিক পায় রিয়াল। টনি ক্রুজ়ের বাঁক খাওয়ানো শট ডান দিকে ঝাঁপিয়ে বাঁচান কোবেল।

৭৩ মিনিটের মাথায় ক্রুজ়ের কর্নার থেকে হেডে গোল করেন কার্ভাহাল। এগিয়ে যায় রিয়াল। দু’মিনিট পরেই ব্যবধান বাড়াতে পারতেন বেলিংহ্যাম। বক্সের মধ্যে থেকে দ্বিতীয় পোস্টে বল রাখার চেষ্টা করেন তিনি। শ্লটারবেকের পায়ে লেগে বল পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।

৮২ মিনিটের মাথায় খেলার ফল নিশ্চিত করে দেন ভিনিসিয়াস। ম্যাটসনের ভুলে বল পেয়ে যান বেলিংহ্যাম। তিনি পাস বাড়ান ভিনিসিয়াসকে। ঠান্ডা মাথায় গোল করেন ব্রাজিলীয় ফুটবলার। ২-০ এগিয়ে যায় রিয়াল।

Link copied!