ইনিংসের ১৫তম ওভারের প্রথম বলে অফ স্টাম্পের বাইরে বল করেছিলেন রশিদ খান। সেই বলে সজোরে হাঁকাতে গিয়ে বোল্ড হয়ে যান এমআই কেপ টাউনের ব্যাটার ক্লাইড ফোরটান। বোল্ড হওয়ার সাথে সাথে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করলেন রশিদ খান।
দক্ষিণ আফ্রিকায় এসএ টি-টোয়েন্টি লিগের প্রথম আসরে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে খেলছেন রশিদ খান। সেখানেই দ্বিতীয় বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।
এর আগে প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।
সোমবার (২৩ জানুয়ারি) এমআই কেপটাউনের বিপক্ষে মাঠে নামার আগে রশিদ খানের টি-টোয়েন্টি উইকেট ছিল ৪৯৭ টি। এই ম্যাচে চার ওভারে ১৬ রানে তিন উইকেট নিয়ে ৫০০তম উইকেট সংগ্রহ করেন এই আফগান লেগ স্পিনার।
৫০০ উইকেট নিতে ৩৭১ ম্যাচ খেলেছেন রশিদ। যেখানে ব্রাভোর লেগেছিল ৫২৬ ইনিংস। টি-টোয়েন্টি উইকেট শিকারির তালিকায় ৪৭৪ উইকেট নিয়ে তিন নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আরেক অলরাউন্ডার সুনীল নারিন।
এছাড়া দক্ষিণ আফ্রিকার সাবেক স্পিনার ইমরান তাহিরের টি-টোয়েন্টিতে উইকেট সংখ্যা ৪৬৬টি। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের এই ফরম্যাটে উইকেট সংখ্যা ৪৩৬টি।