• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিরল ঘটনা, আন্তর্জাতিক ক্রিকেটে এক পরিবারেরই চার জন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৫:৪২ এএম
বিরল ঘটনা, আন্তর্জাতিক ক্রিকেটে এক পরিবারেরই চার জন
কেভিন কারেন ও তার তিন পুত্র। ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে এ এক বিরল রেকর্ড। একই পরিবারের তিনজন ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছেন। অচীরেই চতুর্থ জন আন্তর্জাতিক ক্রিকেটে নামতে যাচ্ছেন। 

বাবা কেভিন কারেন খেলেছিলেন জিম্বাবুয়ে জাতীয় দলের হয়ে। বড় ভাই টম কারেন ও ছোট ভাই স্যাম কারেন বর্তমানে খেলছেন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে। দুই ভাইয়ের পথে হাঁটেননি তিনি, খেলবেন জিম্বাবুয়ে দলের পক্ষে। 

বেন কারেন জানিয়েছেন, তিনি বাবার পথ ধরে খেলতে যাচ্ছেন আফ্রিকা অঞ্চলের দেশ জিম্বাবুয়ে জাতীয় দলের হয়ে।  

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গে তিনি সেই পারিবারিক রেকর্ডটা আরও দীর্ঘ স্থানে নিয়ে যাবেন। ১১ ডিসেম্বর আফগানিস্তান ও জিম্বাবুয়ে দলের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে। 

আশির দশকে বেনের বাবা জিম্বাবুয়ের হয়ে ১১টি ম্যাচ খেলেছিলেন। বেনের ভাই টম কারেন ইংল্যান্ডের হয়ে ৬০টি এবং স্যাম কারেন ১১৭টি ম্যাচ খেলেছেন। ২০২২ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা পালন করেন স্যাম। 

কেভিন কারেন শুধু  জাতীয় দলের হয়ে খেলেছেন তা নয়, তিনি কোচেরও দায়িত্ব পালন করেন। এখন আফগান দলের বিপক্ষে মাঠে নামলেই কেভিনের পরিবারের চতুর্থ ব্যক্তি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার নতুন কৃতিত্ব দেখাবেন বেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!