• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৪ রজব ১৪৪৬
বিপিএল ২০২৫

নাহিদ রানার দাপুটে বোলিংয়ে রংপুরের টানা দ্বিতীয় জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৯:৫৭ পিএম
নাহিদ রানার দাপুটে বোলিংয়ে রংপুরের টানা দ্বিতীয় জয়
উইকেট লাভের পর নাহিদকে ঘিরে রংপুরের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

সময়ের অন্যতম সেরা পেসার নাহিদ রানার দাপটে রংপুর রাইডার্স টানা দ্বিতীয় জয় পেল  বিশ্বের অন্যতম সেরা ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে মঙ্গলবারের (বিপিএল) এক ম্যাচে।

এবার বিপিএলে ভালো মানের বিদেশি খেলোয়াড়ের সংখ্যা খুব কম। তবে প্রথম ম্যাচ থেকেই দেশি খেলোয়াড়দের দিনের দাপট বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। দিনের প্রথম ম্যাচে মাহিদুল ইসলাম অঙ্কনের অবিশ্বাস্য ও বিস্ফোরক ইনিংসে ভর করে চিটাগং কিংসকে ৩৭ রানে পরাজিত করে খুলনা টাইগার্স।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর ৩৪ রানে হারিয়ে দেয় সিলেট স্ট্রাইকার্সকে।

ম্যাচে রংপুরের ৬ উইকেটে ১৫৫ রানের জবাবে সিলেট ৯ উইকেটে মাত্র ১২১ রান করে। রংপুরের হয়ে ইফতিখার ৪৭ ও অধিনায়ক নুরুল হাসান সোহান ৪১ রান করেন। 

সিলেটের তানজিম সাকিব ও আল আমিন হোসেন ২টি করে উইকেট পান। 

সিলেটের হয়ে রনি তালুকদার ৪১, জাকের আলি ২৪ রান করেন। 

রংপুরের নাহিদ রানা ২৭ রানে ৪টি উইকেট লাভ করেন। 

সাইফউদ্দিন ও খুশদিল শাহ ২টি করেন উইকেট পান। 

নাহিদ রানা ম্যাচসেরা হন।

Link copied!