`চেষ্টা করলেই ফল পাওয়া যায়, ভাগ্য অনুকূলে আসে`- কথাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স দলের জন্য প্রযোজ্য। এবারের বিপিএলে টানা অষ্টম জয় পেয়েছে রংপুর। জিততে যেন ভুলেই গেছে তারা। মাঠে নামলেই রংপুরের প্রতিপক্ষ দলের আশঙ্কা থাকে হেরে যাওয়ার। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্য হয়ে যায়। এবার রংপুরের শিকার চিটাগং কিংস। শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খুশদিল শাহের মাত্র ২৬ বলে হাফ সেঞ্চুরির উপর ভর করে রংপুর ৩৩ রানে জয়লাভ করে। রংপুরের ৭ উইকেটে ১৬৪ রানের জবাবে চিটাগং ৮ উইকেটে ১৩১ রান করে। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রংপুর। আর চিটাগং ৬ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে আছে। চিটাগংয়ের সমান পয়েন্ট পেলেও রানরেটে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে ফরচুন বরিশাল। দুর্বার রাজশাহী ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।