• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬
বিপিএল ২০২৫

প্রথম পর্বে শীর্ষে রংপুর, সাত দলের বাকিদের অবস্থান যেখানে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৩:২৫ পিএম
প্রথম পর্বে শীর্ষে রংপুর, সাত দলের বাকিদের অবস্থান যেখানে
ছবি: প্রতীকী

বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের প্রথম পর্ব শেষ হয়েছে ঢাকায়। দ্বিতীয় পর্ব সোমবার শুরু হবে সিলেটে।

ঢাকা পর্বে দুর্দান্ত ছিল রংপুর রাইডার্স। তিন ম্যাচ খেলে সবগুলোতে জিতে অপরাজিত তারা। অন্যদিকে ঘরের মাঠে সুপার ফ্লপ ঢাকা ক্যাপিটালস। তিন ম্যাচের সবকটিতে হারায় নামের পাশে এখনো কোনো পয়েন্ট যোগ করতে পারেনি ক্যাপিটালসরা।

এবারের আসরে ঢাকায় প্রথম পর্বে মোট ম্যাচ হয়েছে ৮টি। যেখানে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে রংপুর, দুর্বার রাজশাহী ও ঢাকা। এই দুই দলই ৩টি করে ম্যাচ খেলেছে। তাছাড়া দুটি করে ম্যাচ খেলেছেন খুলনা টাইগার্স, বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। সবচেয়ে কম ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। তারা মাত্র একটি ম্যাচ খেলেছে এই পর্বে।

ঢাকা পর্বে ৩ ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর। এই পর্বে শতভাগ জয় পেয়েছে খুলনাও। তারা দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে।

২ ম্যাচ খেলে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে চিটাগাং। কিংসদের সমান ম্যাচ খেলে বরিশালেরও সংগ্রহ ২ পয়েন্ট। তারা আছে টেবিলের চারে।

৩ ম্যাচ খেলে রাজশাহীর হার দুটি। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে দুর্বারদের অবস্থান টেবিলের পাঁচ নম্বরে। টেবিলের ছয়ে ও সাতে আছে যথাক্রমে ঢাকা ও সিলেট। এই দুই দলের কেউই এখনো জয়ের দেখা পায়নি। তবে সিলেট ঢাকার চেয়ে ২ ম্যাচ কম খেলেছে।

Link copied!