• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬
বিপিএল ২০২৫

প্রথম দেখায় সিলেটকে হারাল রাজশাহী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৭:৩২ পিএম
প্রথম দেখায় সিলেটকে হারাল রাজশাহী
রাজশাহীর বার্ল করেন সর্বোচ্চ রান। ছবি: সংগৃহীত

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের মধ্যে এটা ছিল প্রথম ম্যাচ। ঢাকা ও সিলেট পর্বে তাদের মধ্যে খেলা হয়নি। ফলে শক্তি যাচাই করার সুযোগ মেলেনি। শুক্রবার চট্টগ্রামে প্রথম মুখোমুখি হয়ে সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়ে দেয় দুর্বার রাজশাহী। সাত ম্যাচে তৃতীয় জয় পেয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে রাজশাহী। সমান সংখ্যক ম্যাচে পঞ্চম হারে ষষ্ঠ স্থানে নেমে গেছে সিলেট। ১৮৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে সিলেট ১৭.৩ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায়। সিলেট জাকির হাসান ৩৯, জর্জ মুনসে ২০, জাকের আলী ৩১ রান করেন। রাজশাহীর সানজামুল ইসলাম ৩টি উইকেট লাভ করেন। তাসকিন আহমেদ, মৃত্যুন্জয় ও আফতাব আলম ২টি করে উইকেট পান। এর আগে রাজশাহী ৭ উইকেটে ১৮৪ রান করে। দলের বার্ল ৪১, অধিনায়ক এনামুল হক বিজয় ৩২, জিসান ২০, হারিস ও ইয়াসির আলী ১৯ করে রান করেন। সিলেটের রুয়েল মিয়া ৩টি উইকেট পান।

Link copied!