• ঢাকা
  • সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩০, ২৮ রজব ১৪৪৬
বিপিএল ২০২৫

বিদেশি খেলোয়াড় ছাড়াই রংপুরকে হারাল রাজশাহী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ১২:৫১ এএম
বিদেশি খেলোয়াড় ছাড়াই রংপুরকে হারাল রাজশাহী
রংপুরের উইকেট পতনে রাজশাহী দলের উল্লাস। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম পর্বে গত বৃহস্পতিবার এবারের বিপিএলে প্রথম হার দেখে রংপুর রাইডার্স। টানা আট জয়ের পর সেদিন রংপুর হেরে যায় দুরন্ত রাজশাহীর কাছে। বিপিএল এখন সিলেট ও চট্টগ্রাম ঘুরে এখন ফের ঢাকায় ফিরে এসেছে। ঢাকা পর্বেও সেই রাজশাহীর কাছে হেরে গেল রংপুর। 

রোববার রাতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের এক ম্যাচে রাজশাহী নাটকীয়ভাবে মাত্র ২ রানে হেরে যায় রংপুর। 

রাজশাহীর হয়ে কোনো বিদেশি খেলোয়াড় অংশ নেননি। পারিশ্রমিক না পাওয়ায় তারা মাঠে নামেননি। দেশি খেলোয়াড়দের নিয়েই রংপুরকে হারাল রাজশাহী। রংপুর প্রথম দল হিসেবে প্লে-অফে উঠেছে। তাই হারলেও রংপুরের তেমন ক্ষতি হয়নি। 

রাজশাহী প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১১৯ রান করে। জবাবে রংপুর ৮ উইকেটে ১১৭ রান করে। 

১১ ম্যাচে পঞ্চম জয় পেয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে রাজশাহী। 

রংপুরের মোহাম্মদ সাইফউদ্দিন অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য দেখালেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। তিনি বল হাতে ২ উইকেট লাভের পর অপরাজিত দ্রুতগতির হাফ সেঞ্চুরি করেন। বিশেষ করে ম্যাচের শেষ ওভারে   রংপুরের দরকার ছিল ২৫ রান। সাইফউদ্দিন ঐ ওভারে ৩ ছক্কা ও ১ চারে ২২ রান নেন। ৫২ রান করেন তিনি ৩১ বলে মোট ৬ চার ও ৩ ছক্কায়। 

রাজশাহীর মৃত্যুন্জয় চৌধুরী ম্যাচসেরা হন মাত্র ১৮ রানে ৪ উইকেট নিয়ে। 

এখন পর্যন্ত রংপুর ১৮, ফরচুন বরিশাল ১৪, চিটাগং কিংস ও রাজশাহী সমান ১০ করে, খুলনা টাইগার্স ৮, ঢাকা ক্যাপিটালস ৬ এবং সিলেট ৪ পয়েন্ট পেয়েছে। রংপুর ছাড়া শুধুমাত্র বরিশাল প্লে-অফের টিকিট পেয়েছে।

Link copied!