দারুণ জমে উঠেছে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসরে খুলনা টাইগার্সের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম দুই ম্যাচেই জয় তুলে নেয় মেহেদী হাসান মিরাজের দল। তবে তৃতীয় ম্যাচে এসে তারা ২৮ রানে হারলো দুর্বার রাজশাহীর কাছে।
টানা দুই জয়ের পর হেরেছে খুলনা, টানা দুই হারের পর জয়ে ফিরেছে রাজশাহী। রাজশাহীর ১৭৮ রানের জবাবে খুলনা ১৫০ রানে অলআউট হয়।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় খুলনা। উইলিয়াম বসিস্তু ৬ রানে ফিরে যান। তাসকিন আহমেদের শিকার হওয়ার আগে মেহেদী হাসান মিরাজ করেন ৭ বলে মাত্র ১ রান। দলের হাল ধরার চেষ্টা করেন নাইম শেখ আর আফিফ হোসেন। ২৮ বল খেলে ২৪ রান করে আউট হন নাইম। আফিফ ৩৩ করতে খরচ করেন ৩০ বল।
মাহিদুল ইসলাম অঙ্কন ১১ বলে ২ ছক্কায় ১৮ রানে এবং ইমরুল কাযেস ৬ বলে ১ চার আর ২ ছক্কায় ১৭ রানে আউট হন।
তাসকিন, সোহাগ গাজী আর রায়ান বার্ল নেন দুটি করে উইকেট।
এর আগে টস হারা রাজশাহী ৯.৫ ওভারে ৬৭ রানে ৪ উইকেট হারায়। সেখান থেকে ইয়াসির আলী রাব্বি, রায়ান বার্ল আর শেষদিকে আকবর আলীর ক্যামিওতে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় রাজশাহী।
রাজশাহীর ওপেনার মোহাম্মদ হারিস ২০ বলে ২৭ রান করে ফেরেন। ২২ বলে ২৩ রান করেন জিশান আলম। অধিনায়ক এনামুল হক বিজয় মাত্র ৭ রান রান করেন। এসএম মেহেরব ৭ বলে ৫ রান করে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হন।
পঞ্চম উইকেটে ৮৮ রানের জুটি করেন ইয়াসির আলী রাব্বি ও রায়ান বার্ল। আবু হায়দার রনির করা ১৯তম ওভারের দ্বিতীয় বলে ২৫ বলে ৩ চার আর ২ ছক্কায় ৪১ রান করে বোল্ড হন ইয়াসির আলি।
এরপর ঝড় তোলেন আকবর আলী। ৯ বলে ৩ চার আর ১ ছক্কায় ২১ রান করেন তিনি। বার্ল ২৯ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন।
নাসুম আহমেদ ২০ রানে ২টি আর মোহাম্মদ নওয়াজ, মিরাজ ও আবু হায়দার রনি নেন একটি করে উইকেট।