• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাহুলের দলে থাকা নিয়ে প্রসাদের বিস্ফোরক মন্তব্য


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০২:০৪ পিএম
রাহুলের দলে থাকা নিয়ে প্রসাদের বিস্ফোরক মন্তব্য

সাবেক ভারতীয় ক্রিকেটার এবং কোচ ভেঙ্কটেশ প্রসাদ টিম ইন্ডিয়ার টেস্ট সহ-অধিনায়ক লোকেশ রাহুলের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুরে প্রথম টেস্টে পারফর্ম করতে ব্যর্থ হন রাহুল। প্রসাদ অন্য খেলোয়াড়দের খেলার সুযোগ দেওয়ার বিষয়ে কথা বলছেন। তিনি বলেছিলেন যে, রাহুলের চেয়ে ভালো রেকর্ডসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার আছেন। কিন্তু রাহুলের ব্যাপারে পক্ষপাতিত্ব করা হয়।

টুইটারে প্রসাদ লিখেছেন, "কেএল রাহুলের প্রতিভা এবং ক্ষমতার প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু দুঃখজনকভাবে তার পারফরম্যান্স ভালো না। ৪৬ টেস্ট এবং ৮ বছরেরও বেশি আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪ এর টেস্ট গড় সাধারণ।"

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৭১ বলে ২০ রান করেন রাহুল। তিনি গত ১০ টেস্ট ইনিংসে মাত্র একটি ফিফটি করেছেন এবং এখনও দল তাকে রেখেছে। শুভমান গিল এবং সরফরাজ খানের মতো খেলোয়াড়রা ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন।

প্রসাদ আরও বলেন, "শীর্ষ ফর্মে অনেকে অপেক্ষা করছে। শুভমান গিল দুর্দান্ত ফর্মে আছেন। সরফরাজ এফসি ক্রিকেটে সেঞ্চুরি হাঁকাচ্ছেন। অনেকেই রাহুলের আগে সুযোগ পাওয়ার যোগ্য। বিষয়টি আরও খারাপ কারণ রাহুল মনোনীত সহ-অধিনায়ক। অশ্বিনের দুর্দান্ত ক্রিকেটিং জ্ঞান আছে এবং টেস্ট ফরম্যাটে তার সহ-অধিনায়ক হওয়া উচিত। না হলে পূজারা বা জাদেজার হওয়া উচিত। রাহুলের ব্যাপারে পক্ষপাতিত্ব চলছে।"

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২ মৌসুমের পরে পায়ে চোটের কারণে রাহুল অফ-ফর্মে চলে যান। সেঞ্চুরিয়নে রাহুল তার শেষ সেঞ্চুরি করেছিলেন এবং তারপর থেকে তার পারফরম্যান্স গড়ের নিচে। তিনি ২০২২ সাল থেকে ৮ ইনিংসে মাত্র ১৩৭ রান করেছেন। 

Link copied!