• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬
অস্ট্রেলিয়ান ওপেন

সুয়াতেকের কাছে হেরে বিদায় রাদুকানুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০১:৪৫ পিএম
সুয়াতেকের কাছে হেরে বিদায় রাদুকানুর
হেরে হতাশ এমা রাদুকানু। ছবি : সংগৃহীত

ব্রিটিশ নারী টেনিস তারকা এমা রাদুকানু তার ক্যারিয়ারের এক শোচনীয় পরাজয়ের শিকার হন। দ্বিতীয় বাছাই ইগা সুয়াতেক বছরের প্রথম গ্রান্ড স্লাম টেনিস আসর অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে একতরফাভাবে খেলে সহজেই জিতে শ্রেষ্ঠত্ব দেখালেন।

রড ল্যাভার এরেনায় রাদুকানুকে সরাসরি ৬-১ ও ৬-০ সেটে পরাজিত করেন সুয়াতেক। বিশ্বের ৬১ নম্বর খেলোয়াড় রাদুকানুকে হারাতে মাত্র ৭০ মিনিট সময় নেন সুয়াতেক।

তিন বছর আগে সিডনিতে কাজাখস্তানের এলেনা রাইবাকিনার কাছে ০-৬ ও ১-৬ সেটে হারের পর এবার বেশ লজ্জার পরাজয় মানতে হলো রাদুকানুকে।

২২ বয়র বয়সী রাদুকানু ম্যাচশেষে বলেন, ‘সুয়াতেক খুব ভালো খেলেছে, কিন্তু আমি খুব একটা ভালো খেলিনি। ফলে ম্যাচে সহজ ব্যবধান সৃষ্টি হয়ে যায়।  

পাঁচবারের গ্রান্ড স্লাম চ্যাম্পিয়ন সুয়াতেক কখনোই মেলবোর্নের সেমিফাইনাল অতিক্রম করতে পারেনি। এবার তার আশা অনেক উপরে। রাদুকানুর বিপক্ষে তার খেলা শিরোপা প্রত্যাশীদের জন্য একটি সতর্ক বার্তার মতোই।

২৩ বছর বয়সী পোলিশ তারকা সুয়োতেক মেলবোর্নে অসাধারণ খেলছেন। তিনি তার প্রথম তিন রাউন্ডে একটি সেট বা এমনকি একটি সার্ভিস গেমও হারেননি।  

রাদুকানু যোগ করেন, যখন একজন শীর্ষ খেলোয়াড় নিখুঁত খেলতে থাকেন, তখন তার বিপক্ষে জয়ের আশা করাটা বেশ কঠিন’

দুজনেই কিশোর বয়সে গ্রান্ড স্লাম খেতাব জিতেছিলেন। তবে তাদের ক্যারিয়ার এখন ভিন্ন ভিন্ন পথে চলে গেছে। সুয়াতেক যতটা এগিয়ে গেছেন, রাদুকানু ততটা পিছিয়ে পড়েছেন।  

 

 

 

 

Link copied!