• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

হারের পর যা বললেন শান্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২১, ২০২৪, ১২:০৯ পিএম
হারের পর যা বললেন শান্ত

সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। শুক্রবার নর্থ সাউন্ডে বৃষ্টি আইনে ২৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত এ ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৪০ রান তুলে বাংলাদেশ। এই ম্যাচ তাড়া করতে নেমে ১১.২ ওভারে ২ উইকেটে ১০০ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। এরপরই নামে বৃষ্টি। ডিএলএস পদ্ধতিতে তখন ২৮ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। এই ব্যবধানেই ম্যাচটি জিতেছে মিচেল মার্শের দল।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেছেন, “উইকেট একটু মন্থর হলেও ভালো ছিল। আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল।”

চারে রিশাদকে নামানো প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, “এমন (অস্ট্রেলিয়া) দলের বিপক্ষে আমাদের ঝুঁকি নিতেই হতো। আজ যেমন রিশাদ চারে নেমেছে। কারণ তখন জাম্পা বোলিং করছিল। আমরা জানি রিশাদ স্পিন খুব ভালো খেলে কিন্তু আজ পারেনি। এটা হতেই পারে। তবে আজ আমরা ভিন্ন কিছু চেষ্টা করেছি।”

নিজের ইনিংস নিয়ে শান্ত বলেন, “এখন পর্যন্ত ঠিক পথেই আছি। আশা করি আরও অবদান রাখতে পারব। আজ টপ অর্ডার রান পেয়েছে, যেটা গুরুত্বপূর্ণ ছিল। আগের কয়েকটি ম্যাচে আমরা ভুগেছি। আগের দুই-তিনটি সিরিজ এবং এই বিশ্বকাপেও বোলাররা ভালো করেছে। আশা করি তাঁরা এটা ধরে রাখবে।”

Link copied!