নিজ দেশের মাটিতে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে কাতার। প্রথমবারের মতো খেলতে যাওয়া এই বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কাতারের কোচ ফেলিক্স সানচেজ। এই দলে আছেন দেশটির সর্বোচ্চ গোলদাতা আলমোয়েজ আলি। তার সাথে আছেন আকরাম আফিফ।
২০১৯ সালে সর্বশেষ এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল কাতার। সেবার কাতারকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন আলমোয়েজ আলি ও আকরাম আফিফ। দেশটির হয়ে সর্বোচ্চ গোলদাতা আলি এখন পর্যন্ত কাতারের জার্সিতে করেছেন ৪২ গোল।
এছাড়াও দলে আছেন দেশটি হয়েছে বেশি ম্যাচ খেলা হাসান আল হায়দোস। তিনি কাতারের জার্সিতে খেলেছিলেন ১৬০ ম্যাচ। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিবেন তিনি।
২০ নভেম্বর বিশ্বকাপের উদ্বোধনী দিনে ইকুয়েডরের মুখোমুখি হবে কাতার। গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও সেনেগাল।
কাতার স্কোয়াড
গোলরক্ষক- সাদ আলশেব, মেশাল বারশাম, ইউসুফে হাসান
ডিফেন্ডার- পেদ্রো মিগুয়েল, মুসাব খিদির, তারেক সালমান, বাসাম আল রুই, বোউয়ালেম খৌখি, আব্দেলকারিম হাসান, হোমাম আহমেদ, জেসেম গ্যাবের।
মিডফিল্ডার- আলি আসাদ, আসিম মাদাবো, মোহাম্মেদ ওয়াদ, সালিম আল হাজরি, মৌসতাফা তারেক, কারিম বৌদিয়াফ, আব্দেলআজিজ হাতিম, ইসমাইল মোহাম্মদ।
ফরোয়ার্ড- নাইফ আলহাদরামি, আহমেদ আলএলদিন, হাসান আল খাইদোস, খালিদ মুনির, আকরাম আফিফ, আলমোয়েজ আলি ও মোহাম্মদ মুনতাহারি।