আর মাত্র ১২ দিন পরেই কাতারে শুরু হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগে আরও একবার লম্বা হলো চোটের তালিকা। এইবার ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে যাচ্ছেন সেনেগালের স্ট্রাইকার সাদিও মানে।
টুর্নামেন্ট শুরুর আগে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে খেলাকালীন মাংসপেশির চোটে পড়েন। মঙ্গলবার ব্রেমেনের বিপক্ষে ওই ম্যাচের ১৫তম মিনিটে হাঁটুর চোটে মাঠ ছাড়েন তিনি।
চলতি বছরের জানুয়ারিতে আফ্রিকান নেশনস কাপের ফাইনালে দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা ছিল সাদিও মানের। এমনকি বিশ্বকাপের বাছাইপর্বের শেষ রাউন্ডেও সাদিও মানের গোলে বিশ্বকাপ নিশ্চিত করেছিল সেনেগাল। শেষ পর্যন্ত তাকে ছাড়াই বিশ্বকাপে খেলতে হবে সেনেগালকে।
মানের চোটের বিষয়ে বায়ার্ন মিউনিখ কোচ জুলিয়ান ন্যাগেলসম্যান বলেন, “ঠিক কোন জায়গায় চোট পেয়েছেন তা স্পষ্ট নয়। এক্স-রে রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে। হয়তো কিছু হবে না, আমি নিশ্চিত না।”
সেনেগালকে এবার বিশ্বকাপের ডার্ক হর্স বিবেচনা করা হচ্ছে। দলটির অন্যতম বড় তারকা সাদিও মানে। তার উপরই ভরসা ছিল সবার।
কাতার বিশ্বকাপের টুর্নামেন্টের গ্রুপ ‘এ’-তে খেলবে সেনেগাল। এই গ্রুপে আফ্রিকান দলটির সঙ্গী হিসেবে আছে কাতার, ইকুয়েডর ও নেদারল্যান্ডস।