চলতি বছরের ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হবে এবারের ফুটবল বিশ্বকাপ। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ফ্লাইট সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার এয়ারওয়েজ। তারা জানিয়েছে, গন্তব্য সংখ্যা কমালেও কমবে না তাদের চার্টার্ড ফ্লাইট সেবা।
কাতার বিশ্বকাপকে সামনে রেখে দেশটিতে প্রায় ১.২ মিলিয়ন লোক আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশাল সংখ্যক লোকজনকে কাতারে প্রবেশ করতে ব্যবহার করা হবে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর।
বাইরে থাকা আসা বিমানগুলোকে বিমানবন্দরের পার্কিংয়ে রাখার সুবিধা দিতে মূলত নিজেদের ফ্লাইট সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কাতার এয়ারওয়েজ। ফলে বিমানগুলো তাদের গন্তব্যে বেশি সময় থাকবে। আর ওই সময় খালি থাকবে হামাদ বিমানবন্দরের পার্কিং।
বিশ্বকাপ চলাকালীন ১৮ টি গন্তব্য বন্ধ রাখছে কাতার এয়ারওয়েজ। তবে এই সময়ে তাদের চার্টার্ড বিমানসেবা চালু থাকবে বলে নিশ্চিত করেছে তারা।
বিষয়টি নিয়ে কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা আকবর আল বাকের বলেন, “আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে, হামাদ বিমানবন্দরে বেশি সংখ্যক বিমান পার্কিংয়ের জায়গা করে দেওয়া। আমাদের দেশে দিনে প্রায় ১০০ টি বিমান নামবে, তাদেরকে এখানে জায়গা করে দিতে হবে।”
১৮ টি গন্তব্য বন্ধ হলেও দিনে ৫০০ টি শাটল ফ্লাইট চলাচল করবে বলেও জানিয়েছেন আকবর আল বাকের। এছাড়াও বিশ্বকাপ উপলক্ষ্যে নতুন কোনো রুট চালুর পরিকল্পনা নেই জানিয়ে তিনি বলেন, “আসলে আমাদের এখন নতুন কোনো গন্তব্য চালুর পরিকল্পনা নেই।”