তারকার ছড়াছড়ি নেই তো হি হয়েছে, বড় দলের তকমা তো মুছে যায়নি। সেটাই দেখালো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দলটির ড্রেসিংরুমে এখন আর চাঁদের হাট নেই। সর্বশেষ তারকা কিলিয়ান এমবাপেও এই মৌসুমে পাড়ি জমিয়েছেন রিয়াল মাদ্রিদে। এক মৌসুম আগেই দল ছেড়েছেন মেসি, নেইমার। তাতে কি! ঝাঁঝ মোটেও কমেনি প্যারিসের ক্লাবটির।
প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও গোলবন্যায় প্রতিপক্ষকে ভাসিয়েছে পিএসজির ফুটবলাররা।
প্রথম ম্যাচে লে হার্ভেকে ৪-১ গোলে হারিয়েছিলো পিএসজি। দ্বিতীয় ম্যাচে যেন আরেককাঠি সরেস তারা। এবার ফেঞ্চ লিগ ওয়ানের অন্যতম সেরা দল মন্তেপিয়েরকে ৬-০ গোলের বন্যায় ভাসিয়েছে তারা।
জোড়া গোল করেছেন ব্র্যাডলি বারকোলা। একটি করে গোল এসেছে মার্কো আসেনসিও, আশরাফ হাকিমি, ওয়ারেন জাইরে এমেরি ও লি কাং ইন।
ম্যাচের চতুর্থ মিনিটেই পিএসজির হয়ে গোলের সূচনা করেন ব্র্যাডলি বারকোলা। ম্যাচের ২৪ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালের সাবেক ফুটবলার মার্কো আসেনসিও। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে।
৫৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন ব্র্যাডলি বারকোলা। ওসমান ডেম্বেলের পাস থেকে বল পেয়ে দারুণ এক শটে মন্তেপিয়েরের জালে বল জড়ান তিনি।
এর ৫ মিনিট পর আবারও গোল। এবার এই গোল করেন মরক্কান ফুটবলার আশরাফ হাকিমি। ২ মিনিটের ব্যবধানে আবারও মন্তেপিয়েরের জালে বল জড়ায় পিএসজি। দলের হয়ে পঞ্চম গোলটি করেন ওয়ারেন জায়ার এমেরি। ৮২ মিনিটে হাফ ডজন পূর্ণ করা গোল করেন লি কাং ইন।