প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে ম্যাচের ৯৭তম মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল নিউ ক্যাসল ইউনাইটেড। এরপরই পিএসজিকে ম্যাচে ফেরান কিলিয়ান এমবাপ্পে। তার গোলে নিউক্যাসলের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে ফ্রান্সের ক্লাবটি।
পার্ক দেস প্রিন্সেসে খেলেন পিএসজি আর গোল করেন নিউক্যাসল ইউনাইটেড। পুরো ম্যাচে দাপট দেখানো পিছিয়ে পড়ে ম্যাচের ২৪ মিনিটে। বক্সের বাইরে থেকে আলমিরনের নীচু শট জানলুইজি দোন্নারুম্মা ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি, কাছ থেকে জাল খুঁজে নেন সুইডিশ ফরোয়ার্ড আলেক্সান্ডার ইসাক। ২০০৩ সালে ইন্টার মিলানের বিপক্ষে অ্যালান শিয়েরারের পর নিউক্যাসলের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে ম্যাচে গোল করলেন ইসাক। প্রথমার্ধের বাকি সময়ে সমতা ফেরানোর একাধিক সুযোগ পায় পিএসজি। কিন্তু ব্যর্থ হয় তারা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে দলটি। কিন্তু কোনোভাবেই জালের দেখা পাচ্ছিল না পিএসজি। নির্ধারিত সময় শেষ হওয়ার পর আরও আট মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। আর তাতেই বাজিমাত করে প্যারিসিয়ানরা।
৯৫ মিনিটের সময় দেম্বেলের বাড়ানো বল নিউক্যাসলের ডিফেন্ডার টিনো লিভরামেন্টোর কনুইয়ের নিচে লাগলে পেনাল্টির জোরাল আবেদন করে পিএসজির খেলোয়াড়রা।রেফারি যদিও সাড়া দেননি প্রথমে। পরে ভিএআর মনিটরে রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান তিনি। স্পটকিকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দলকে মূল্যবান পয়েন্ট এনে দেন পিএসজি অধিনায়ক এমবাপ্পে।
একই সময়ে এই গ্রুপের আরেক ম্যাচে এসি মিলানকে ৩-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে বরুসিয়া ডর্টমুন্ড। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মান দলটি। দ্বিতীয় দল হিসেবে পরের ধাপে যাওয়ার সুযোগ আছে বাকি তিন দলের সামনেই। ৭ পয়েন্ট নিয়ে পিএসজি দুইয়ে আছে। সমান ৫ পয়েন্ট নিয়ে নিউক্যাসল তিনে, মিলান চারে আছে।