• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ৪ রবিউস সানি ১৪৪৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইংরেজদের ১২৫ রানের লক্ষ্য দিয়েছে প্রোটিয়ারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৯:৩৪ পিএম
ইংরেজদের ১২৫ রানের লক্ষ্য দিয়েছে প্রোটিয়ারা
ছবি : প্রতীকী

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সোমবারের একমাত্র ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড বোলারদের তোপে ২০ ওভারে ১২৪ রানের মাঝারি মানের স্কোর গড়তে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা দল।

শারজাহ স্টেডিয়ামের এ ম্যাচে প্রোটিয়া নারী দলের অধিনায়ক ও ওপেনার লরা ওলভার্ড সর্বোচ্চ ৪২ রান করেন ৩৯ বলে ৩টি চারের সাহায্যে। এছাড়া, মারিজান ক্যাপ ২৬, ডার্কসেন অপরাজিত ২০, অনিক বোস ১৮ রান করেন।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সোফি একলেসটোন ২টি উইকেট লাভ করেন। একটি করে উইকেট পান সারা গ্লেন, লিন্ডসে স্মিথ ও চার্লি ডিন।

‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড দল। যেখানে বাকি দলগুলো হলো বাংলাদেশ, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। 

২০০৯ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং তিনবারের রানার্সআপ ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে লড়াই করে ২১ রানে জয়লাভ করে।  আর দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচে আরেক সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে অতি সহজেই ১০ উইকেটে হারিয়ে দেয়।

Link copied!