টস জিতে ব্যাটিং করছিল বরিশাল। তখন সবে দ্বিতীয় ওভারের খেলা চলমান। আচমকাই নিভে গেল স্টেডিয়ামের ছয়টি ফ্ল্যাডলাট।
ঘড়ির কাটায় সময় ছিল সন্ধ্যা ৭ টা ০৬ মিনিট পুরো স্টেডিয়াম অন্ধকার হয়ে যায়। শুধু মাঠ নয়, প্রেসবক্সেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিভ্রাটে প্রায় ১০ মিনিট খেলা বন্ধ রাখতে হয়।
প্রায় ৮ মিনিট খেলা বন্ধ থাকার পর মাঠে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। আর খেলা প্রায় ১০ মিনিট বন্ধ থাকার পর ৭ টা ১৬ মিনিটে খেলোয়াড়রা মাঠে নামেন।
বিদ্যুৎ না থাকার সময়ে গ্যালারিতে দর্শকরা মোবাইলের আলো জালালে দারুন দৃশ্যের অবতারনা হয়। বিদ্যু বিভ্রাট অবশ্য ক্রিকেটে নতুন কিছু নয়। এর আগেও আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামে কিছু সময়ের জন্য হলেও বিদ্যুৎ বিভ্রাটে খেলা বন্ধ ছিল।
আজকের ম্যাচটি মূলত নিয়ম রক্ষার। একদিকে ফরচুন বরিশালের প্লে অফ নিশ্চিত হয়ে অনেক আগেই। অন্যদিকে খুলনার নিশ্চিত হয়েছে ছিটকে যাওয়া। সবমিলিয়ে এই ম্যাচে ফলাফলে কোনো কিছুর পার্থক্য হবে না।