• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাটসম্যানদের ভিতরে ধারাবাহিকতা আনায় পোথাসের ভাবনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ১২:২৮ পিএম
ব্যাটসম্যানদের ভিতরে ধারাবাহিকতা আনায় পোথাসের ভাবনা
নিক পোথাস বাংলাদেশের সহকারী কোচ ।

এশিয়া কাপে গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলে তিনটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। তিনটির দু’টিতেই হেরেছে টাইগাররা। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসানদের হারের কারণ বাজে ব্যাটিং। লঙ্কানদের বিপক্ষে খারাপ ব্যাটিংয়ের পর, আফগানিস্তানের বিপক্ষে দারুণ ছন্দে ছিলেন ব্যাটাররা। এক ম্যাচ পর আবার সেই চিরচেনা চিত্র বাংলাদেশের শিবিরে। ব্যাট হাতে ধারাবাহিকতা নেই টাইগার ব্যাটারদের। ফলাফর বড় ব্যবধানে হার।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসের কন্ঠে এখনও উন্নতির দরকার আছে। ব্যাটিং উইকেটে এমন ব্যাটিংয়ের কারণ জানতে চাওয়া হলে নিক পোথাস বলেন, “আমরা সম্ভবত প্রতিপক্ষের বোলিং আক্রমণের জন্য কাজটা সহজ করে তুলেছিলাম। এই গরমের মধ্যে ওদের সুযোগ দিয়ে গেছি। ব্যাটসম্যানদের উচিত ছিল ম্যাচটিকে টেনে নিয়ে যাওয়া। ভালো মানের বোলিং আক্রমণের বিপক্ষে খেলার ধরন ও রকমই হওয়া উচিত। এখানে আমাদের উন্নতির দরকার আছে।”

পাকিস্তানের বোলিং আক্রমণ সামলানোটা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য কঠিন মানছেন পোথাসও, “আমার মনে হয় না আমরা পাকিস্তানের বিপক্ষে খুব বেশি খেলি। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা একটি দলের বিপক্ষে খেলা খুব সহজও নয়। ওরা বিশ্বের এক নম্বর দল। এই মাঠের কন্ডিশনও বিশ্বের যেকোনো দলের চেয়ে ভালো জানা ওদের।”

এশিয়া কাপে বাকি আর দুই ম্যাচ। যেখানে আরও একবার প্রতিপক্ষের হোম গ্রাউন্ডে খেলতে হবে বাংলদেশকে। পরের ম্যাচগুলোতে দলের প্রধান চিন্তা তবে কি। পোথাস বলেন, “ক্যান্ডিতে খুব ভালো করিনি আমরা। এরপর আফগানিস্তানের বিপক্ষে খুব ভালো খেললাম। কিন্তু আজ (গতকাল) আবার আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলাম না। নিজেদের জন্য সঠিক কম্বিনেশন খোঁজার চেষ্টা করছি আমরা। এই মুহূর্তে পারফরম্যান্সে ধারাবাহিকতা আনাই মূল লক্ষ্য।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!