• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
কাতার বিশ্বকাপ

রোনালদোর নেতৃত্বের কাতারে যাবে পর্তুগাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২, ০৪:১০ পিএম
রোনালদোর নেতৃত্বের কাতারে যাবে পর্তুগাল

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একাদশে নিয়মিত জায়গা পাচ্ছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। এমনকি ক্লাবটির হয়ে খুব একটা ছন্দেও নেই তিনি। তবুও তাকে অধিনায়ক করেই কাতার বিশ্বকাপের পর্তুগাল স্কোয়াড ঘোষণা করেছেন কোচ ফার্নান্দো সান্তোস।

রোনালদোর পাশাপাশি পর্তুগাল স্কোয়াডে আছেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডার পেপে। দলে ডাক পাননি পর্তুগালের ইউরো শিরোপা জয়ের নায়ক রেনাতো সানচেজ।

জাতীয় দলের জার্সিতে এখনও অভিষেক ম্যাচ খেলননি বেনফিকার ডিফেন্ডার অ্যান্তেনিও সিলভা। তাকে দলে নিয়েছেন ফার্নান্দো সান্তোস। ইনজুরির কারণে দলে নেই লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়েগো জোতা।

২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুর করবে পর্তুগাল। বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এ তাদের অন্য দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।

পর্তুগাল স্কোয়াড
গোলরক্ষক- ডিয়েগো কস্তা (পোর্তো), রুই প্যাট্রিসিও (এএস রোমা), জোসে সা (উলভস)।

ডিফেন্ডার- জোয়াও ক্যানসেলো (ম্যানচেস্টার সিটি), ডিয়েগো দালোত (ম্যানচেস্টার ইউনাইটেড), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), রাফায়েল গুইরেইরো (বরুসিয়া ডর্টমুন্ড), নুনো মেন্ডেস (পিএসজি), পেপে (পোর্তো), দানিলো পেরেইরা (পিএসজি), অ্যান্তেনিও সিলভা (বেনফিকা)।

মিডফিল্ডার- উইলিয়াম কারভালহো (রিয়াল বেটিস), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও মারিও (বেনফিকা), রুবেন নেভেস (উলভস), ম্যাথিউস নুনেস (উলভস), ওটাভিও (পোর্তো), জোয়াও পালহিনহা (ফুলহ্যাম), বার্নান্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), ভিটিনহা (পিএসজি)।

ফরোয়ার্ড- জোয়াও ফেলিক্স (অ্যাথলেটিকো মাদ্রিদ), রিকার্ডো হোর্টা (এসসি ব্রাগা), লিয়াও (এসি মিলান), গোনকালো রামোস (বেনফিকা), ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাটেড), আন্দ্রে সিলভা (আরবি লাইপজিগ)।

Link copied!