• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
প্যারিস প্যারালিম্পিক

এবারের আসরে তৃতীয় সোনা জিতলেন পপি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৬:৪২ পিএম
এবারের আসরে তৃতীয় সোনা জিতলেন পপি
পপি মাস্কিল। ছবি : সংগৃহীত

গ্রেট ব্রিটেনের পপি মাস্কিল চলমান প্যারিস প্যারালিম্পিকে মহিলাদের এস১৪ ১০০ মিটার ব্যাকস্ট্রোক সাঁতারে সোনার পদক জিতেছেন। এটা চলতি আসরে তার তৃতীয় শিরোপা।

১৯ বছর বয়সী পপি চলতি গেমসে এর আগে দুটি সোনা এবং দুটি রৌপ্য পদক জেতেন।  

তিনি মাঝ বরাবর থাকাকালে ভ্যালেরিয়া শাবালিনার পেছনে ছিলেন। তবে পরবর্তীতে গতি বাড়িয়ে ৬৪.৭৪ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে সেরা হন। সতীর্থ অলিভিয়া নিউম্যান-ব্যারোনিয়াস ব্রোঞ্জ পদক জিতেছেন।

পপির সাফল্য প্যারিস প্যারালিম্পিকে ব্রিটেনকে ৪১তম সোনা এনে দিয়েছে। যা তিন বছর আগে টোকিওতে দলের অর্জিত সোনার পদকের সমান।

পপি বলেন, আমি আমার পারফরম্যান্সে খুব খুশি নই। শুরুটা ভালো ছিল না। তবে শেষ পর্যন্ত সোনা জিততে পেরে আমি আনন্দিত। আর আমি আমার টাইমিংটা আরও ভালো করতে পারতাম, সেটা না হওয়ায় সোনা জিতেও আমি নিজের প্রতি কিছুটা বিরক্ত।’

পপি পাঁচটি পদক জিতে এখন পর্যন্ত ব্রিটিশ ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে সফল। এ কারণে অবশ্য বেশ খুশি তিনি। বলেছেন, ‘এই গৌরব অনেক বড় ও দামী।’

তিনি ব্যাকস্ট্রোকের আগে ১০০ মিটার বাটারফ্লাই ও ৪*১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে সোনার পদক জয় করেন। আর ২০০ মিটার ফ্রিস্টাইল ও ২০০ মিটার মিডলেতেও রৌপ্য পদক লাভ করেন।   

 

Link copied!