• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬
ঢাকাকে হারাল খুলনা

পেরেরার সেঞ্চুরি ম্লান মিরাজের ম্যাজিক বোলিং স্পেলে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৭:০৪ এএম
পেরেরার সেঞ্চুরি ম্লান মিরাজের ম্যাজিক বোলিং স্পেলে

মাত্র ১ রানের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে মিতব্যয়ী বোলিং স্পেলের রেকর্ড স্পর্শ করতে পারলেন না মেহেদি হাসান মিরাজ। তারপর যা করলেন, তাও ম্যাজিক স্পেল হিসেবে ইতিহাস হয়ে থাকবে। 

শুক্রবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটেলসের বিপক্ষে মিরাজের বোলিং স্পেল ছিল ‍‍‘৪-১-৬-৩‍‍’। আর মিরাজের এই বোলিং নৈপুণ্যেই ২০ রানের জয় পেয়েছে খুলনা টাইগার্স। 

২০১৫ সালে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি (৪-১-৫-২) এবং  ২০২২ সালে বাংলাদেশের নাহিদুল ইসলাম (৪-১-৫-৩) বিপিএলে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড করেছিলেন। 

ম্যাচে খুলনার ৮ উইকেটে ১৭৩ রানের জবাবে ঢাকা ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করে। 

খুলনার অঙ্কন ৩২, মোহাম্মদ নাইম ৩০, উইলিয়াম বোসিসটো ২৬, জিয়াউর রহমান ২২ ও আবু হায়দার ২১ রান করেন।  

ঢাকার চতুরঙ্গা ২টি উইকেট পান। আর মোস্তাফিজুর রহমান মাত্র ১৯ রানে নেন ১টি উইকেট। 

ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা অপরাজিত ১০৩ রানের চমৎকার এক সেঞ্চুরি করার পরও তা দলের জন্য কাজে আসেনি। 

এটা ছিল খুলনার টানা দ্বিতীয় জয় আর খুলনার টানা তৃতীয় পরাজয়।

খেলা বিভাগের আরো খবর

Link copied!