ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের শারীরিক অবস্থা বেশ খারাপের দিকে যাচ্ছিল। তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। তবে আশার কথা হচ্ছে, পেলের উন্নতি হচ্ছে এবং চিকিৎসকরা জানিয়েছেন তার নতুন কোনো জটিলতা নেই।
৮২ বছর বয়সী পেলে গত মঙ্গলবার থেকে সাও পাওলোতে হাসপাতালে ছিলেন এবং শুক্রবার তার শ্বাসযন্ত্রের সংক্রমণ ধরা পড়ে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে অন্যতম হিসেবে ব্যাপকভাবে পরিচিত পেলে সংক্রমণ থেকে পুরোপুরি সেরে উঠলে হাসপাতাল ছাড়বেন বলে আশা করা হচ্ছে।
আলবার্ট আইনস্টাইন হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, “পেলের অবস্থা স্থির। তিনি তার স্বাস্থ্য নিয়ে সচেতন এবং কোনো নতুন জটিলতা নেই।”
তিনবারের বিশ্বকাপজয়ী পেলে ক্যান্সারের সঙ্গেও লড়াই করছেন এবং কেমোথেরাপি নিচ্ছেন।
কাতারে সেরা ষোলোর লড়াইয়ে ব্রাজিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে জয়ের পর পেলের ছবি সম্বলিত ব্যানার নিয়ে উদযাপন করে। তারা এই জয় কিংবদন্তি খেলোয়াড়কে উৎসর্গ করে।