পেস বোলিং বিভাগে বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী বাংলাদেশের ক্রিকেটে বেশ পরিচিত নাম। জাতীয় দলের জার্সিতে এখনও অভিষেক না হলেও ঘরোয়া ক্রিকেটের পারফর্মেন্স দিয়েই ইতিমধ্যে সবার মন জয় করে নিয়েছেন তিনি।
সম্প্রতি আবুধাবি টি-টেন লিগে সাকিব আল হাসানের অধীনে বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন মৃত্যুঞ্জয়। সেখানে পেস বোলিং বিভাগে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে পেয়েছিলেন সতীর্থ হিসেবে।
আমিরের সাথে একসাথে থাকার ফলে অভিজ্ঞতার ঝুলি বেশ ভারি হয়েছে বলে জানান মৃত্যুঞ্জয়। বড় কোনো টিপস না দিলেও ছোটো অনেক গুরুত্বপূর্ণ সাহায্য করেছেন আমির বলে জানান তিনি।
বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে দলীয় অনুশীলন শেষে সোমবার (২ জানুয়ারি) সাংবাদিকদের মুখোমুখি হয়ে টি-টেন খেলার অভিজ্ঞতা শোনালেন মৃত্যুঞ্জয়।
মৃত্যুঞ্জয় বলেন, “ একসঙ্গে থাকার কারণে (শেখা হয়েছে)। আমির বিশ্বমানের বোলার। আমাকে তিনি অনেক বড় কোনো টিপস দেননি কিন্তু ছোট ছোট যেগুলো বলেছেন আমার সেগুলো প্রয়োজন ছিল।”
টি-টেন লিগে শুরুর দিকটা সুখকর ছিল না মৃত্যুঞ্জয়ের জন্য। তবে এরপর আমিরের সাহায্য দারুণ সাহায্য করেছে বলে জানান তিনি। আমিরের দেওয়া পরামর্শ কাজে লাগিয়ে বিপিএলেও ভালো করতে মুখিয়ে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই পেসার।
“টি-টেনে আমি যখন প্রথম দুইটা প্রস্তুতি ম্যাচ খেলছিলাম ছোট ছোট কিছু ভুল আমাকে ভোগাচ্ছিল। এরপর আমির ভাই আমাকে ছোট ছোট কিছু টিপস দেয় যা আমাকে খুব সাহায্য করে। এ টুর্নামেন্টে আমাকে সাহায্য করবে” যোগ করেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
আগে বড় ব্যাটারদের মুখোমুখি হলে নার্ভাস হয়ে যেতেন মৃত্যুঞ্জয়। তবে টি-টেন খেলে আসার পর এখন পৃথিবীর যে কোনো ব্যাটারের বিপক্ষে আত্মবিশ্বাসী থাকবেন বলে জানান তিনি।
মৃত্যুঞ্জয় বলেন, “আগে ভয় পেতাম বড় ব্যাটারের সামনে পড়লে কেমন হবে। কিন্তু টি-টেন আমাকে শতভাগ আত্মবিশ্বাসী করে দিয়েছে যে, দুনিয়ার যেই (ব্যাটার) থাকুক না কেন আমি আমার সেরাটা দেব এবং ভালো কিছু করব।”