পাকিস্তান পোর ইহসানুল্লাহ নিজের হোমটাউন সোয়াতে ভালো চিকিৎসা পাচ্ছেন না, সম্প্রতি এমন এক দাবি করেছিলেন তার বাবা আব্দুল নাসির। ছেলের ক্যারিয়ার বাঁচাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে আকুতি জানিয়েছিলেন তিনি। সোয়াতের পরিবর্তে ইহসানুল্লাহকে যেন লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পাঠানো হয়, সেজন্য পিসিবিকে অনুরোধও জানান নাসির।
কিন্তু পাল্টা এক বিবৃতিতে বাবার সেই দাবি অস্বীকার করেছেন ইহসানুল্লাহ। তিনি বলেছেন, ‘সোয়াতে আমার পুনর্বাসন ভালোভাবে চলছে। আমি শিগগিরই ফিরে আসার বিষয়ে আত্মবিশ্বাসী। আমার কনুইয়ের বাঁক এবং আমার সোজা বাহুর কোণ উল্লেখযোগ্যভাবে উন্নতি করছে। তবে মিডিয়ায় একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে আমার পুনর্বাসন করা হয়নি। আমি পিসিবিকে অনুরোধ করছি যে, আমাকে সোয়াতে পুনর্বাসন চালিয়ে যাওয়ার অনুমতি দিন। কারণ এখানে পুনর্বাসন সঠিক পথে রয়েছে।’
২০২৩ সালের ডিসেম্বরে ডানহাতি এই পেসার ক্রিকেট পাকিস্তানের সঙ্গে একটি সাক্ষাৎকারে নিজের সার্বিক অবস্থা জানিয়েছিলেন। ইহসানুল্লাহ বলেছিলেন, ‘আমি যে সমস্যার মুখোমুখি হয়েছিলাম, তা নিউজিল্যান্ডের হোম সিরিজের সময় ঘটেছিল। এটি রমজান মাসে হয়েছিল। প্রথম দিন সবকিছু ঠিকঠাক চলল; আমার কাঁধে কোনো ব্যথা ছিল না। যাইহোক, দ্বিতীয় দিনে আমি পড়ে গিয়েছিলাম। আমি তখন বুঝতে পারিনি। পরে যখন আমি বোলিং করতে নেটে যাই, প্রথম বলে অতিরিক্ত শক্তি প্রয়োগের পর আমি আমার কনুইতে ব্যথা অনুভব করি।’