তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে অনেকটাই ফাইনালের মতো। কারন প্রথম দুটি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া ও পাকিস্তান জিতেছে ১টি করে। শেষ ম্যাচে পাকিস্তান ৮ উইকেটের সহজ ব্যবধানে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। দীর্ঘ ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতল পাকিস্তান।
২০০২ সালে শেষ বারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান দল।
রোববার তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসারদের চাপের মুখে পড়ে মাত্র ১৪০ রানে অলআউট হয়ে যায়। জবাবে পাকিস্তান মাত্র ২৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান করে।
অস্ট্রেলিয়ার এবোট ৩০, ম্যাথিউ শর্ট ২২ ও জাম্পা ১৩ রান করেন।
পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ ৩টি করে এবং হারিস রউফ ২টি উইকেট লাভ করেন।
পাকিস্তানের সাইম আইয়ুব ৪২, আব্দুল্লাহ শফিক ৩৭, বাবর আজম অপরাজিত ২৮ এবং অধিনায়ক মোহাম্মাদ রিজওয়ান অপরাজিত ৩০ রান করেন।
অস্ট্রেলিয়ার ল্যান্স মরিস ২টি উইকেট লাভ করেন।
এর আগে, প্রথম ম্যাচে ছোট স্কোর করেও তীব্র লড়াই চালিয়ে মাত্র ২ উইকেটে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় সফরকারী পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে উল্টো অস্ট্রেলিয়াকে মাত্র ১৬৩ রানে অলআউট করে জয়ী হয় ৯ উইকেটের বিশাল ব্যবধানে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দলের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৪ নভেম্বর ব্রিসবানে, ১৬ নভেম্বর সিডনিতে এবং ১৮ নভেম্বর হোবার্টে ম্যাচগুলো হবে।