প্রথম ম্যাচে ৩ উইকেটে জয়লাভ করার পর বৃহস্পতিবার রাতে কেপটাউনে দ্বিতীয় ম্যাচে ৭১ রানে জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে সফরকারী পাকিস্তান। এক ম্যাচ বাকি থাকতেই এই সাফল্য পেল সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তান। রোববার জোহানসবার্গে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। টস হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৪৯.১ ওভারে করে ৩২৯ রান। জবাবে ৪৩.১ ওভারে দক্ষিণ আফ্রিকা করে ২৪৮ রান। পাকিস্তানের ইনিংসে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৮০, বাবর আজম ৭৩, কামরান গুলাম ৬৩ রান করেন। তবে কামরান ছিলেন সবচেয়ে মারমুখি। তিনি মাত্র ৩২ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় করেন ৬৩ রান। ম্যাচসেরার পুরস্কারও পান তিনি। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে মাফাকা ৪টি ও জানসেন ৩টি উইকেট লাভ করেন। স্বাগতিক প্রোটিয়াদের ইনিংসে হেনরিক ক্লাসেন ৭৪ বলে ৯৭ রান করেন। এছাড়া টনি ডি জর্জি ৩৪, ডেভিড মিলার ২৯ রান করেন। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৪টি, নাসিম শাহ ৩টি এবং আবরার আহমেদ ২টি উইকেট লাভ করেন।