• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ১৯ শাওয়াল ১৪৪৬

ফাইনালে উঠতে পাকিস্তানের দরকার ১২৩ রান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ০৩:১৭ পিএম
ফাইনালে উঠতে পাকিস্তানের দরকার ১২৩ রান

সিলেট থেকে: নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। টস জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। নিয়মিত উইকেট না হারালেও রান তোলার গতি ছিল স্লথ। তাতেই স্বল্প রানের সংগ্রহ পেয়েছে দলটি। ফাইনালে উঠতে পাকিস্তানের দরকার ১২৩ রান।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। দলীয় ২৩ রানের মাথায় ফেরেন লঙ্কানদের সেরা ব্যাটার ও অধিনায়ক চামারি আতাপাত্তু। ১১ বলে ১০ রান করে ফেরেন তিনি।

আতাপাত্তুর বিদায়ের পর আনুষ্কা সঞ্জীবনীও খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি। দলীয় ৩৯ রানে ফেরেন তিনিও। তৃতীয় উইকেটজুটিতে ৫৮ বলে ৫০ রানের জুটি গড়েন হার্শাথা সামারাবিক্রমা ও নীলাক্ষী ডি সিলভা। দলীয় ৮৯ রানে নীলাক্ষী ফিরলে ভাঙে এই জুটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১২২ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।

পাকিস্তানের হয়ে ১৭ রানে তিন উইকেট শিকার করেন নাশরা সান্ধু। শ্রীলঙ্কার হয়ে সামাবিক্রমার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৫ রান।

Link copied!