• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৮ রবিউল আউয়াল ১৪৪৬
রাওয়ালপিন্ডি টেস্ট

বাংলাদেশের বিপক্ষে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা পাকিস্তানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ০৫:৫৬ পিএম
বাংলাদেশের বিপক্ষে  ৪৪৮ রানে ইনিংস ঘোষণা পাকিস্তানের
পাকিস্তানের মুহম্মদ রিজওয়ান ও সউদ শাকিল করেন জোড়া সেঞ্চুরি। ছবি : সংগৃহীত

মুহম্মদ রিজওয়ান ও সউদ শাকিলের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। ৬ উইকেটে ৪৪৮ রান তুলেছে স্বাগতিকরা।  

বহুল প্রত্যাশিত বাংলাদেশ ও পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হয় বুধবার। টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতেই বাংলাদেশি পেস আক্রমণে ছিন্ন ভিন্ন হয়ে যায় পাকিস্তান। যদিও প্রথম দিনের খেলাশেষে পাকিস্তান ৪১ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান করে।

ওই রান নিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে দারুণ ব্যাটিং করেছে পাকিস্তান। রিজওয়ান ১১টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ১৭১ রান করেন। আর শাকিল ৯টি চারে ১৪১ রান করে আউট হন।

এছাড়া, সাইম আইয়ুব ৫৬, শাহীন আফ্রিদি অপরাজিত ২৬ (১৯ বলে) এবং আগা সালমান ১৯ রান করেন।

বাংলাদেশের শরিফুল ও হাসান মাহমুদ ২টি করে এবং মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান ১টি করে উইকেট পান।

সাদা পোষাকে পাকিস্তানের বিপক্ষে প্রায় তিন বছর পর মুখোমুখি হলো টাইগাররা। এই ম্যাচের আগে দুই দল ১৩ টেস্টে পরস্পরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে পাকিস্তান জিতেছে ১২ টেস্টে। আর একটি টেস্ট ম্যাচ হয়েছে ড্র।

 

 

Link copied!